সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ১২:১৪:০১

আজ ফুটবল বিশ্বের মহানায়ক পেলের শুভ জন্মদিন

 আজ ফুটবল বিশ্বের মহানায়ক পেলের শুভ জন্মদিন

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলে অনেক লিজেন্ড আছে।  বর্তমান সময়ের মেসি রোনালদো থেকে শুরু করে গার্ড মুলার, বুফন, মালদিনি, জিদান, রোনালদো, রোনালদিনহো, কাফু, দিদা, ক্রুইফসহ অংসখ্য লিজেন্ডের আগমন হয়েছে ফুটবল বিশ্বে।  কিন্তু যদি এসব লিজেন্ডদের লিজেন্ড কেউ থেকে থাকে তাহলে সে নি:সন্দেহে ব্রাজিল তারকা পেলে।

কি নেই তার ক্যারিয়ারে? সমৃদ্ধশালী ক্যারিয়ার তার।  তার সময়ের ব্রাজিল ছিল অপ্রতিরোধ্য।  গোলের সামনে ছিলেন ভয়ানক এক গোল মেশিন।  ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখনো তিনি।  ব্রাজিলের হয়ে জিতেছেন তিন তিনটি বিশ্বকাপ।  টানা ২ বার বিশ্বকাপ জেতা একমাত্র দলও ব্রাজিল।  সেটাও তার সময়েই জিতেছিল ব্রাজিল।  ৫৮ এবং ৬২তে টানা দুই বার বিশ্বকাপ জেতার পর আরেকটি জিতেছিলেন ১৯৭০ সালে।
 
ক্যারিয়ারে হয়তো একটাই অপূর্নতা তার। সেটা হল কোপা আমেরিকা না জিতা।  তবে এটা তাকে একটুও হতাশ করতে পারবেনা ।  কারন তখনকার সময়ে ব্রাজিলের লক্ষ্যই ছিল বিশ্বকাপ।  কোপা আমেরিকাতে ব্রাজিল তাদের মূল দল পাঠাতো না সেসময়।  যদি পাঠাত তাহলে নি:সন্দেহে এই শিরোপাটাও থাকত পেলের ব্রাজিলের।

ব্রাজিলের হয়ে পেলের গোল ৯৫টি।  তার মধ্যে ৭৭টি অফিশিয়াল এবং বাকিগুলো আনঅফিশিয়াল।  বিশ্বের একমাত্র তারকা যার হ্যাটট্রিক ৯২টি।  ভাবা যায়, ৯২ টি হ্যাটট্রিকের মালিক পেলে! অবশ্য ফুটবল কিং এর রেকর্ড থাকবে এটাই স্বাভাবিক।

ফিফা বিশ্বকাপে ব্রাজিলের এই মহাতারকার গোল ১২টি।  তার মধ্যে ১৯৫৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওয়ালেসের বিপক্ষে তারই গোলে জিতেছিল ব্রাজিল।  সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক।  এবং ফাইনালে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছিল পেলে।  এছাড়া ১৯৭০ বিশ্বকাপে  ফাইনালে ইতালির বিপক্ষেও গোল করেছিলেন তিনি।

ফুটবল ক্যারিয়ারে অফিশিয়াল এবং আনঅফিশিয়াল মিলে ১৩৬৩ ম্যাচে ১২৮১ গোল করা এবং ব্রাজিল ও ফুটবল বিশ্বের এই মহানায়কের আজ শুভ জন্মদিন।  ১৯৪০ সালের আজকের দিনে  ব্রাজিল ও ফুটবল বিশ্ব আলোকিত করতে দুনিয়ায় আগমন হয়েছিল এই ফুটবল লিজেন্ডের।  জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা।   
২৩ অক্টোবর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে