মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭, ০৮:১৫:৪২

টি-টোয়েন্টি ক্রিকেট খেলা ভুলে গেছে সৌম্য সরকারের দল!

টি-টোয়েন্টি ক্রিকেট খেলা ভুলে গেছে সৌম্য সরকারের দল!

স্পোর্টস ডেস্ক: বিপিএলে চিটাগাং ভাইকিংস দল গঠন করার পরই সমালোচিত। দলে নেই কোন তারকা প্লেয়ার। দেশিয়দের মধ্যে যারা আছে তারাও নেই তাদের ছন্দে। বিদেশিদের মধ্যে লুক রঞ্চিই একটু টেনে নিয়ে যাচ্ছে। মিসবাহ সৌম্য সরকার তো টোয়েন্টি যেন ভুলেই বসে আছে!  ছন্দে নেই দেশীয় তারকারাও।

প্রথম দুই ম্যাচেই চিটাগাংয়ের রান উঠেছিল ওপেনিং জুটিতে।  এরপরের ব্যাটসম্যানরা করতে পারছেন না কিছুই।  আর আজতো আরো একধাপ পিছিয়ে ভাইকিংস।  কুমিল্লার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে তাদের সংগ্রহ মাত্র ১৩৯ রান।  অথচ উইকেট পড়েছে মাত্র ৪টি।   ৬টি ব্যাটসম্যান হাতে থেকেও রান আসেনি তাদের।  যেন উইকেট টিকিয়ে রাখার খেলায় নেমেছিল ভাইকিংস।

ওপেনিংয়ে রঞ্চি ঝড় তুললেও ইনিংস লম্বা করতে পারেননি।  করেছেন ১৯ বলে ৩১ রান।  কিন্তু হার্ড হিটার হয়েও সৌম্য খেলতে পারেননি টুয়েন্টি সুলভ ইনিংস।  ৩২ বলে করেছেন ৩০ রান।  দিলশান মুনাবিরা আউট হয়েছেন ২৫ বলে ১৯ রান করেই্।  এক রঞ্চি ছাড়া যেন বাকিরা ভুলেই গেছে টুয়েন্টি কিভাবে খেলতে হয়।

আগের দুই ম্যাচেই টেস্ট মেজাজে ব্যাটিং করা মিসবাহ আজ করেছে ১১ বলে ১৬ রান।   সিকান্দার রাজা করেন ২৪ বলে ২০ রান।  অথচ দুজনেই ব্যাটিংয়ে ছিলেন শেষ দিকে।  মিসবাহ তো অপরাজিতই।  আর রাজা আউট হযেছেন  ১৯তম ওভারে, যখন ব্যাটসম্যানদের কাছ থেকে বড় বড় শটই প্রত্যাশা করে সবাই।  আর শেষ দিকে জর্ডান ৯ বলে করেছেন ১৬ রান। রঞ্চি, জর্ডান, মিসবাহ মিলে ৩৯ বলে করেছেন  ৬৩ রান।  আর সৌম্য, দিলশান মুনাবিরা ও সিকান্দার রাজা মিলে  ৮১ বলে করেছেন ৬৯ রান।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে