বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭, ০১:১৭:১৩

দু’টির বেশি বিদেশি লিগে খেলতে মানা

দু’টির বেশি বিদেশি লিগে খেলতে মানা

স্পোর্টস ডেস্ক: দেশের বাইরে বছরে চারটি লিগ খেলেন সাকিব আল হাসান। তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমানেরও থাকে দুইয়ের বেশি লিগে খেলার প্রস্তাব। যতই লোভনীয় প্রস্তাব থাকুক না কেন, এখন থেকে বছরে দুটির বেশি বিদেশি লিগে খেলতে পারবেন না কোনও বাংলাদেশি ক্রিকেটার।

জাতীয় দল ও ঘরোয়া লংগার ভার্সন ক্রিকেটে সাকিব-তামিমদের মনোযোগী করতে দেশের বাইরে খেলার ব্যাপারে এমন কঠোর সিদ্ধান্তই নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানালেন, ‘একটা ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ দুটা লিগ খেলার ব্যাপারে আমরা অনাপত্তিপত্র দেব। দুটির বেশি লিগে কেউ খেলতে পারবে না। ঘরোয়া ক্রিকেটের ব্যাপারেও একটা নির্দেশনা আছে। ক্রিকেটারদের আমরা লংগার ভার্সনে চাচ্ছি। যারা বোর্ডের বিবেচনায় থাকবে তাদের সবাইকে খেলতে হবে।’

সাকিব-তামিমরা কেবল ঘরোয়া লিগের দুটি আসরেই খেলে থাকেন। একটি ঢাকা প্রিমিয়ার লিগ, আরেকটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবার তাদের দেখা যাবে লংগার ভার্সন ক্রিকেট এনসিএল ও বিসিএলে।

সাউথ আফ্রিকা সফরে বাজে পারফরম্যান্সের পর ক্রিকেটার সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। শুরুতে টেস্ট সিরিজের বাজে পারফরম্যান্সের ধাক্কা বাংলাদেশের ক্রিকেটাররা বয়ে বেড়িয়েছে ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজেও। যে কারণে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে কম খেলতে দিয়ে দেশের ভেতর চারদিনের ক্রিকেট খেলার ব্যাপারে জোর দিচ্ছে বিসিবি।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে