বুধবার, ২২ নভেম্বর, ২০১৭, ০৭:৪২:২০

ইকোনোমি রেটে বিপিএলের দ্বিতীয় সেরা বোলার মাশরাফি!

ইকোনোমি রেটে বিপিএলের দ্বিতীয় সেরা বোলার মাশরাফি!

স্পোর্টস ডেস্ক: দুই দিন বিরতি। তারপর বিপিএলের তৃতীয় পর্ব অর্থাৎ চিটাগাং পর্ব শুরু হবে। তার আগে ঢাকা পর্ব শেষে বিপিএলে বোলিংয়ে এগিয়ে আছে দেশীয়রা। শীর্ষ পাঁচ বোলারের তালিকায় তিনজন আছেন বাংলাদেশী ক্রিকেটার।

৬ ম্যাচে ১২ উইকেট নিয়ে সবার উপরে আছে খুলনার পেসার আবু জায়েদ। ৪ ম্যাচে ১১ উইকেট নিয়ে ঠিক তার পেছনেই আছে ঢাকার পাকিস্তানি স্পিনার আফ্রিদি।

ঢাকা ডায়নামাইটসের আরেক পেসার আবু হায়দার আছেন তালিকার তিন নম্বরে। ৭ ম্যাচে ১১ উইকেট তার। ঢাকার অধিনায়ক সাকিবের অবস্থান চারে। ৭ ম্যাচে তার উইকেট সংখ্যা ১০। ৬ ম্যাচে ৮ উইকেট নিয়ে পাঁচ নম্বরে আছে ঢাকারই আরেক বিদেশী তারকা সুনিল নারিন।

এছাড়া আট উইকেট নিয়ে ৬ নম্বরে আছে আবুল হাসান। ৭ উইকেট নিয়ে ৭ নম্বরে মাশরাফির অবস্থান। তবে শীর্ষ ১০ বোলারের মধ্যে সবচেয়ে কম রান দেওয়া ইকোনোমি রেটে দ্বিতীয় সেরা বোলার মাশরাফি। ৫.৯৫ ইকোনোমিরেট তার ওভার প্রতি।

২০ ওভারের বেশি বোলিং করে এই বিপিএলে তার চেয়ে কম ইকোনোমিরেট শুধু রশিদ খানে। ৪.১২ গড়ে ওভার করেছেন রশিদ খান। মাশরাফি এবং রশিদ খান দুজনেই বোলিং করেছেন ২৪ ওভার করে। অথচ বিসিবি এই বোলারকেই টি-টোয়েন্টি থেকে অবসর নিতে বাধ্য করেছে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে