বুধবার, ২২ নভেম্বর, ২০১৭, ০৯:৫৯:২৪

আইপিএলের মাঝপথেই দল পরিবর্তনের সুযোগ পাচ্ছে সাকিব-মুস্তাফিজরা!

আইপিএলের মাঝপথেই দল পরিবর্তনের সুযোগ পাচ্ছে সাকিব-মুস্তাফিজরা!

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।  যা শোনা যাচ্ছে, তা সত্যি হলে এবারের আইপিএল-এ থাকছে ইপিএল-এর ছোঁয়া।  হ্যাঁ, অনেকটা ইংলিশ প্রিমিয়ার লিগের ধাঁচেই আসন্ন আইপিএল-এ সই করানো হতে পারে ক্রিকেটারদের।  

একটি সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমের খবরে অন্তত তেমনটাই জানা যাচ্ছে। আর যদি তেমনটাই হয় তাহলে আইপিএলের মাঝপথেই দল পরিবর্তনের সুযোগ পাচ্ছে সাকিব-মুস্তাফিজরা!

শোনা যাচ্ছে, আগামী বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলোয়াড় নেয়ার নিয়মে পরিবর্তন ঘটতে পারে।  টুর্নামেন্টের মধ্যেই এক ফ্র্যাঞ্চাইজি ছেড়ে অন্য ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারবেন ক্রিকেটাররা।  অর্থাৎ ফুটবলের মতো মিড-টুর্নামেন্ট ট্রান্সফারের নিয়ম চালু হতে পারে বাইশ গজের লড়াইয়েও।  আরো একটু খোলসা করে বলা যাক।  কোনো ক্রিকেটার যদি মরশুমের প্রথম সাতটি ম্যাচে প্রথম একাদশে জায়গা না পান তাহলে টুর্নামেন্ট চলাকালীনই ইচ্ছা হলে অন্য দল তাকে ডেকে নিতে পারবে।  যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব থাকবে আইপিএল গভর্নিং কাউন্সিলের ওপর।  বাংলাদেশের সাকিব আল হাসান, মোস্তাফিজ খেলেন আইপিএলে।  তারা কি দল বদলাবেন?

জানা যাচ্ছে, মঙ্গলবার বিসিসিআই-এর কর্মকর্তা, আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য, প্রশাসনিক কমিটি এবং টুর্নামেন্টের আটটি ফ্র্যাঞ্চাইজির সদস্যরা বৈঠকে বসেছিলেন।  সেখানেই এই নয়া প্রস্তাব মনে ধরেছে সকলের।

অনেক সময়ই এমন হয়ে থাকে, একটি গোটা মরশুম প্রথম এগারোয় খেলার সুযোগই হয় না দু-একজন ক্রিকেটারের।  ডাগআউটে বসেই কাটিয়ে দিতে হয়।  ফলে প্রস্তাবিত অর্থ পেলেও পারফর্ম করা হয় না।  নিলামে মোটা অঙ্ক খরচ করে কিনেও বিভিন্ন কারণে শেষমেশ সেই ক্রিকেটারকে খেলার জায়গা করে দিতে পারে না ফ্র্যাঞ্চাইজিও।  সেক্ষেত্রে এমন নিয়ম চালু হলে ক্রিকেটার ও দল উভয়ই লাভবান হতে পারে।

বিসিসিআই সূত্রে আরো খবর, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলেরই এই প্রস্তাব বেশ আকর্ষণীয় বলে মনে হয়েছে।  তবে এ নিয়ে আরো কাটাছেঁড়া হবে।  এবং তারপরই ঠিক হবে কোন নিয়ম চালু করলে টুর্নামেন্টের পক্ষে তা লাভজনক হবে।  উল্লেখ্য, আগামী মরশুমেই নির্বাসন কাটিয়ে টুর্নামেন্টে ফিরবে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস।  তাই নয়া নিয়ম চালু হলে যে আইপিএল-এর আকর্ষণ আরও বাড়বে, তা বলাই বাহুল্য।
এমটি নিউজ২৪/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে