বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭, ০৯:২৭:৩১

রেকর্ড ভাঙলেন সাকিব, মালিক হলেন নতুন কিছুর

রেকর্ড ভাঙলেন সাকিব, মালিক হলেন নতুন কিছুর

স্পোর্টস ডেস্ক: লো-স্কোরিং থ্রিলারে মঙ্গলবার রংপুর রাইডার্সের কাছে হার দেখে তার দল ঢাকা ডায়নামাইটস। তবে ব্যক্তিগত নৈপুণ্যে দিনটি ছিল সাকিব আল হাসানের। ম্যাচের শুরুতে বল হাতে পাঁচ উইকেট নেন ঢাকা ডায়নামাইটসের এ স্বদেশি বাঁ-হাতি স্পিনার। এতে সাকিব ভেঙে দেন সামিত প্যাটেলের গর্বের এক রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো এক ভেন্যুতে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। মিরপুর শেরেবাংলা মাঠে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামার আগে ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ স্পিনার সামিত প্যাটেলের সমান ৭৯ উইকেট ছিল সাকিবের ঝুলিতে।

আর ম্যাচ শেষে শেরেবাংলা ভেন্যুতে সাকিবের শিকার দাঁড়ালো ৮৪ উইকেটে। মঙ্গলবার বল হাতে চার ওভারের স্পেলে ১৬ রানে পাঁচ উইকেট নেন সাকিব। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার তৃতীয়বার পাঁচ উইকেট শিকার। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) এটি সেরা বোলিং নৈপুণ্য। আর বিপিএলের ইতিহাসে তৃতীয় সেরা। এতে ১৪২ রানে গুঁড়িয়ে যায় রংপুর রাইডার্সের ইনিংস। তবে জবাবে ১৩৯ রানে গুঁড়িয়ে যায় ঢাকা ডায়নামাইটসও। বিপিএল ইতিহাসে কোনো ম্যাচে দু’দলের ২০ উইকেট পতনের মাত্র দ্বিতীয় নজির এটি। টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের ভেন্যু ট্রেন্ট ব্রিজে ৭৯ উইকেট রয়েছে বাঁ-হাতি স্পিনার সামিত প্যাটেলের। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অপর ইংলিশ স্পিনার ড্যানি ব্রিগস। সাউদাম্পটনের রোজ বোল ভেন্যুতে ইংল্যান্ডের এ স্পিনারের শিকার ৬৬ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে মিরপুর শেরে বাংলা মাঠে ৬৫ ম্যাচে সাকিবের শিকার ৮৪ উইকেট। এর ১৫ উইকেট নিয়েছেন সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলায়। বাংলাদেশ প্রিমিয়ার লীগে এখানে ৪১ ম্যাচে সাকিবের শিকার ৫১ উইকেট।

মিরপুর মাঠে বাকি উইকেট নিয়েছেন তিনি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক অন্য টি-টোয়েন্টি খেলায়। ক্যারিয়ারে সাকিব ইনিংসে চারবার তিন উইকেট ও পাঁচবার চার উইকেটের কৃতিত্ব দেখান তিনি। ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগে ইনিংসে পাঁচ উইকেটের  নবম নজির এটি। বিপিএলে মোহাম্মদ সামি, কেভন কুপার, আল আমিন হোসেন, থিসারা পেরেরা, আবুল হাসান রাজু, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ও হাসান আলীর রয়েছে এমন কীর্তি।
২৩ নভেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে