বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭, ০৭:৪৭:৫৫

ছন্দ পতন চান না তামিম

ছন্দ পতন চান না তামিম

স্পোর্টস ডেস্ক: এ আসরের সবচেয়ে ব্যালেন্স টিম বলা যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। খেলছেও তারা সেভাবে। এখন পর্যন্ত ৬ ম্যাচের হেরেছে মাত্র একটিতে। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান করছেন তারা। ধারাবাহিক ভাবেই জয় পাচ্ছেন তারা। এই জয়ের ছন্দ থেকে বেড়িয়ে যেতে চান না দলটির আইকন ও অধিনায়ক তামিম ইকবাল খান।

দলের স্বাভাবিক ছন্দে খেলা প্রসঙ্গে এই ড্যাশিং ওপেনার বলেন, ‘আমাদের দলের কথা বললে বলবো যে, আমরা খুব ভালো খেলেছি। আমরা মোমেন্টামটা ধরে রাখতে চাই। এভাবেই এগিয়ে যেতে চাই। দিন শেষে এটা ক্রিকেট, এখানে যে কোনো কিছুই হতে পারে। আমরা তাই মোমেন্টামটা হারাতে চাই না। যেভাবে ম্যাচ বাই ম্যাচ খেলে যাচ্ছি, সেভাবেই খেলতে চাই।’

যে দলগুলো এখন পয়েন্ট টেবিলের উপরে আছে তারা কিছুটা স্বস্তিতেই থাকবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, শেষ চারে কারা যাবে এটা নির্ভর করবে বেশ কয়েকটা খেলার ফলাফলের উপর। এখন পর্যন্ত বিপিএলের প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। এখন পয়েন্ট টেবিলের যে অবস্থা, তা চেঞ্জ হয়ে যেতে পারে যা কিছু ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে। যারা টপে আছে, তাদের জন্য স্বস্তিকর অবস্থা থাকবে, কারণ তারা প্রথম অর্ধেকে ভালো খেলেছে।’

এবারের আসরের শুরুর দিকে বাংলাদেশিরা ভালো না করলেও শেষ দিকে এসে বেশ ভালো করছে। তবে এই ভালোটাকে খুব ভালো হিসেবে দেখছেন না কুমিল্লার আইকন তামিম ইকবাল। তিনি মনে করেন, ‘একজন বাংলাদেশি হিসেবে বলবো, আমরা যতোটা ভালো খেলেছি, তার চেয়ে ভালো করা উচিত ছিল। এই বিষয়ে কথা বলতে গেলে বারবার পাঁচজন বিদেশির কথা এসে যায়। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, পাঁচজন বিদেশির কারণে যে সব স্থানীয় ক্রিকেটার উপরের ব্যাটিং করতে পারতো, তাদেরকে নিচে ব্যাট করতে হচ্ছে।’

একাদশে পাঁচজন বিদেশি থাকাতে ভালো করতে পারছে না বাংলাদেশিরা, এটা মানলেও, তা অজুহাত হিসেবে মানতে নারাজ তামিম। তার মতে, ‘এটাকে আমি অজুহাত হিসেবে দেখাতে চাই না, কারণ আমার মনে হয় যারা যেমন খেলেছে, তাদের আরো ভালো খেলা উচিত ছিল। এ ক্ষেত্রে আমি আমার কথা বলতে পারি। আমি নিজের কাছে আরো ভালো কিছু আশা করি, যা আমি করতে পারিনি। স্থানীয়দের যে পারফর্ম্যান্স হয়েছে, তাতে খুশি হওয়ার কিছু নেই। তবে শুরুটা যেমন ছিল, এখন তার চেয়ে ভালো হচ্ছে। আমি আশা করি বিপিএলের বাকি অংশে স্থানীয়রা ম্যাচ জেতানো পারফর্ম করবে।’
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে