বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭, ১১:১৪:০৯

জামিনে আরাফাত সানি-মামলার কারণ জানালেন স্ত্রী নাসরিন!

 জামিনে আরাফাত সানি-মামলার কারণ জানালেন স্ত্রী নাসরিন!

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তার স্ত্রী নাসরিন সুলতানা সন্দেহের কারণেতথ্য প্রযুক্তির আইনে মামলা করেন।  ২১ নভেম্বর মঙ্গলবার নাসরিন সুলতানা বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমানের আদালতে সাক্ষ দেয়ার সময় এমনটাই জানিয়েছেন।

নাসরিন আদালতে জবানবন্দিতে বলেন, ক্রিকেটার আরাফাত সানি আমার স্বামী।  স্বামী-স্ত্রী হিসেবে আমরা দুজন একসাথে ঘোরাফেরা করেছি।  সে আমার কিছু ছবি তুলে তার ফেসবুকে প্রচার করে।  সে জন্য আমি সন্দেহ করে তার বিরুদ্ধে মামলাটি করি।  পরে তিনি ভুল বোঝাবুঝির জন্য মামলা করেছিলেন বলে জানান।  তিনি আরো বলেন, আরাফাত সানির  উপর আমার এখন আর কোনো রাগ নেই।   সে সময়ে আরাফাত সানি আদালতে উপস্থিত ছিলেন।  আদালত সূত্র জানিয়েছে, প্রায় ৭বছর আগে আরাফাত সানি ও নাসরিন সুলতানার পরিচয়ের সূত্র ধরে ঘনিষ্ঠতা হয়।  পরে তারা ২০১৪ সালের ৪ ডিসেম্বর পরিবারের অভিবাবকদের কাছে গোপন রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।  কিন্তু বিয়ের তিন বছর পার হলেও নাসরিনকে আরাফাত আনুষ্ঠানিকভাবে তার ঘরে তুলে নেননি।

পরবর্তী ২০১৬ সালের ১২ জুন রাতে নাসরিনের আসল ফেসবুক আইডিতে নাসরিন সুলতানা নামের একটি ভূয়া আইডি থেকে ম্যাসেঞ্জারে সানি-নাসরিনের কিছু সংখ্যক অন্তরঙ্গ ছবি পাঠায়।  সেই প্রেক্ষিতে নাসরিন চলতি বছরের ৫ জানুয়ারী রাজধানীর মোহাম্মদপুর থানায় তথ্য-প্রযুক্তি আইনে আরাফাত সানির বিরুদ্ধে মামলা করেন।

উল্লেখ্য, ২২ মার্চ তদন্ত শেষে ঢাকা মহানগর হাকিম আরাফাত সানির বিরুদ্ধে আদালতে পুলিশ চার্জশিট দাখিল করেন।  পরে ট্রাইব্যুনালে তা বিচারের জন্য আসে।  দীর্ঘ ৫০ দিন কারাভোগ করার পরে নাসরিনের অনাপত্তিতেই আরাফাত সানি জামিন পান।  
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে