সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭, ০৪:০২:১০

বিপিএল থেকে নিষিদ্ধ হতে পারে নাফিসার কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বিপিএল থেকে নিষিদ্ধ হতে পারে নাফিসার কুমিল্লা ভিক্টোরিয়ান্স

স্পোর্টস ডেস্ক: এবার যেন মাথার উপর আকাশ ভেঙ্গে পরল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উপর। বিপিএল  থেকেই নিষিদ্ধ করা হতে পারে দলটিকে। অভিযোগ, বিপিএলে মিরপুরের উইকেট নিয়ে তামিম ইকবালের খোলামেলা সমালোচনার কারনে বিপিএলের সুনাম ক্ষুন্ন হয়েছে।  আর তার বক্তব্যকে সমর্থন করে কোচ সালাউদ্দিনের করা মন্তব্যের কারনে ফ্রাঞ্চাইজিকে চিঠি দিয়েছে বিসিবি।

চিঠিতে কুমিল্লা প্লেয়িং কন্ডিশন নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আচরনের ব্যাখ্যা চেয়েছে বিসিবি।  আর ব্যখ্যা দিতে বলা হয়েছে আজকের মধ্যেই।  চিঠির জবাবে সন্তোষজনক উত্তর দিতে না পারলে বিপিএল থেকে কুমিল্লার সদস্যপদ বাতিল হতে পারে।

এই বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল বলেন, এসব বিষয়ে আমরা আগেও শক্ত ছিলাম।  ভবিষ্যতেও থাক।  সেটা যে ফ্রাঞ্চাইজিই হোকনা কেন আমরা কঠোর অবস্থান নিব।  তারা যদি নিয়ম ভঙ্গ করে তাহলে চুক্তি বাতিল নিয়েও ভাবতে হবে।

বিপিএলে একবার শিরোপা জিতেছিল কুমিল্লা।  পরের বছর গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও এবার আছে ফাইনালের লড়াইয়ে।  গতকালের অর্ধসমাপ্ত ম্যাচ শেষ করতে আজ তারা মুখোমুখি হবে রংপুরের।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে