সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪৩:৩৩

আবারও 'ধোনি রিভিউ সিস্টেম' অবাক ক্রিকেটবিশ্ব!

আবারও 'ধোনি রিভিউ সিস্টেম' অবাক ক্রিকেটবিশ্ব!

স্পোর্টস ডেস্ক: 'ডিসিশন রিভিউ সিস্টেম' বা 'ডিআরএস'কে অনেকদিন আগে থেকেই বলা হয়ে আসছে 'ধোনি রিভিউ সিস্টেম'। সাবেক ভারত অধিনায়ক ডিআরএসকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। মাঠে থাকলে অধিনায়ক যেই হোন না কেন সিদ্ধান্তটা তিনি নিজেই নেন। অধিনায়করাও তার উপরই ছেড়ে দেন ব্যাপারটি। কারণ সবাই চোখ বন্ধ করে ডিআরএসের ক্ষেত্রে ধোনির ওপর পুরোপুরি আস্থা রাখেন।

ক্রিকেটবিশ্বে ডিআরএসে সেরা তিনিই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেও সেই প্রমাণ পাওয়া গেল। ভারতের ইনিংসের ৩৩ ওভারের ঘটনা। পাথিরানার বল এসে লাগল জসপ্রিত বুমরাহর প্যাডে। শ্রীলঙ্কানরা সঙ্গে সঙ্গেই এলবিডব্লিউয়ের জোড়ালো আবেদন করল। আম্পায়ারও প্রায় মেনেই নিয়েছিলেন।
ঠিক তখনই রিভিউ চেয়ে বসেন ধোনি।

এরপর টিভি রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার বুমরাহকে নট-আউট ঘোষণা করেন। রিপ্লেতে দেখা যায় বল লাইনের বাইরে ছিল। ধর্মশালার গ্যালারিতে তখন উচ্ছ্বাসের ঝড় ওঠে। হাততালি যেন থামতেই চাইছিল না। স্টেডিয়ামের চারপাশের পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে আসছিল হাততালির রোল। যদিও সেই ম্যাচের হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। এর পরই টুইটের বন্যা বয়ে যায় ধোনির ডিআরএস চাওয়া নিয়ে।

উল্লেখ্য, লঙ্কানদের বোলিং দাপটে ম্যাচটিতে মাত্র ১১২ রানে অল-আউট হয়ে যায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। একমাত্র হাফ সেঞ্চুরি করেন ধোনি। ম্যাচটি শেষ পর্যন্ত ৭ উইকেটে জিতে নেয় সফরকারী শ্রীলঙ্কা।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে