বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭, ০৫:১৪:৫৮

এক ওভারে সাত ছক্কা! কে এই নাভিন্দু ভয়ংকর ক্রিকেটার?

এক ওভারে সাত ছক্কা! কে এই নাভিন্দু ভয়ংকর ক্রিকেটার?

স্পোর্টস ডেস্ক: এক ওভারে ৬ ছক্কা হয়েছে কখনো? প্রশ্ন করলে উত্তর হবে- হুম, হয়েছে একাধিকবার। বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের লীগেও শোনা যায় এই কীর্তির কথা। আর এক ওভারে ৪-৫টা ছক্কা তো এখন হরহামেশাই হচ্ছে।

কিন্তু এক ওভারে ৭টি ছক্কা? সেটা কি হয়েছে কখনো ? আরে এক ওভারে তো বলই হয় ৬টা। কিন্তু সাত ছক্কা কিভাবে হবে?

এবার এই অসম্ভবটাকেই সম্ভাব করল শ্রীলঙ্কার এক ক্ষুদে ক্রিকেটার। তার নাম নাভিন্দু পাহাসারা। অনুর্ধ্ব ১৫ দলের এক ট্রুনামেন্টে এই বিরল কীর্তি গড়েন লঙ্কান এই ক্রিকেটার।

ট্রুনামেন্টের ফাইনালে ধর্মপাল কোট্ট্রাওয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নামে তার দল এফওজি ক্রিকেট একাডেমি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৮৭ বরে ১০৯ রান করেন তিনি। এই সেঞ্চুরী করার পথেই এক ওভারে সাতটি ছক্কা মারেন তিনি।

আসলে ঐ ওভারে ৬ বলে ৬টি ছক্কা মারেন পাহাসারা। তবে ওভারে একটি বল নো হওয়ায় আরেকটি বল করতে হয়। সেই বাড়তি বলেও বাড়তি বোনাস হিসেবে আরেকটি ছক্কা মারেন পাহাসারা। আর তাতেই হয়ে যায় রেকর্ড। ইতিহাসে এখনো কোন পর্যায়ের ক্রিকেটেই এই রেকর্ড নেই।

১৪ বছর বয়সী এই তারকা ম্যাচ সেরা পুরষ্কার তুলে দেন লঙ্কাস কিংবদন্তি স্পিনার মুরালিধরন। তিনি বলেন, ভবিষ্যতে সে অনেক বড় ক্রিকেটার হবে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে