সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ০১:১১:০৩

২৬ বছর পর ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসালেন এই ফুটবলার

২৬ বছর পর ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসালেন এই ফুটবলার

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা দিয়েগো ম্যারোডোনার রেকর্ডে এবার ভাগ বসালেন নাপোলি অধিনায়ক মারেক হামসিক।

ইতালীয় ক্লাব নাপোলিতে ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত খেলেছিলেন ম্যারাডোনা। আর এই সময়ে নাপোলির হয়ে গড়েছিলেন ক্লাবটির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। ম্যারাডোনার গোল সংখ্যা ছিল ১১৫।   তবে কারও রেকর্ডই চিরদিন স্থায়ী নয়।   ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসালেন নাপোলির বর্তমান অধিনায়কের দায়িত্বে খেলা মিডফিল্ডার মারেক হামসিক।  

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৭৭ ম্যাচে ১১৫টি গোল করে তিনি ম্যারাডোনাকে স্পর্শ করলেন। সিরিআ লিগে তুরিনের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে নাপোলির হয়ে একটি গোল করেন স্লোভাকিয়ান তারকা হামসিক। আর এই গোলটিই তাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যায়।

ম্যারাডোনা যখন নাপোলিতে ছিলেন তখন একটি সাধারণ একটি দল থেকে নাপোলি দু’বার সিরিআ শিরোপা জেতে। ম্যারাডোনা অবশ্য হামসিকের থেকে প্রায় অর্ধেক ম্যাচ (২৫৯) কম খেলে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।
হামসিক ২০০৭ সালে বেরসিয়া থেকে সান পাওলোর ক্লাবটিতে পাড়ি জমান।
এমটি নিউজ/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে