শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৪:৫৬

এবারের আইপিএলে কোটি টাকার পাহাড়ে চাপা পড়তে পারেন রশিদ খান

এবারের আইপিএলে কোটি টাকার পাহাড়ে চাপা পড়তে পারেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক: আফগান এই ঘূর্ণি জাদুকর ১৯ বছর বয়সেই বিশ্ব মাতিয়ে দিয়েছেন। ঝলক দেখিয়ে হাজির হলেও নিজের পারফর্ম্যান্স এতটুকু ফুরিয়ে যায়নি। মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর থেকেই বিশ্ব ক্রিকেটে নিজেকে একজন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য তিনি 'আন্তর্জাতিক চাহিদা'।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরের নিলামে টুর্নামেন্ট ইতিহাসে এ যাবত কালে সহযোগী দেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ প্রায় ৬ লাখ ডলার দিয়ে তাকে দলে ভেড়াতে হয়েছে। আন্তর্জাতিক অঙ্গণে এ পর্যন্ত ৩২ ওয়ানডে ২৭ টি-টোয়েন্টি ম্যাচে ১১২ উইকেটের মালিক হয়েছেন রশিদ। পাশাপাশি ২০১৮ সালে টেস্ট অভিষেক হতে যাওয়া আফগানদের হয়ে মূল খেলোয়াড়ে পরিণত হতে পারেন।

বিশ্বের শীর্ষ টি-টোয়েন্টি লিগগুলোতে চোখ ধাধানো পারফরমেন্স করে চলেছেন রশিদ। অতি সম্প্রতি অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগের (বিবিএল) সপ্ত আসরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ঝলক অব্যাহত রেখেছেন তিনি। বিবিএলের ৬ ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ১১ উইকেট। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছর ওভার প্রতি ৬ এর বেশি রান তিনি খরচ করেননি।

এ মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য আইপিএল খেলোয়াড় নিলাম শেষে রশিদকে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়াদের একজন হিসেবে দেখা যেতে পারে। চিত্তাকর্ষক পারফরমেন্স দিয়ে ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন রশিদ। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ক্রিকেটের উন্নতি হচ্ছে ঝড়ো গতিতে। ইতোমধ্যেই দেশটি টেস্ট মর্যাদা পেয়েছে। রশিদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে দেশটির ভবিষ্যত দিনকে দিন উজ্জ্বল হচ্ছে।

গত অক্টোবরে বার্তা সংস্থা এএফপিকে রশিদ বলেন, 'আমার দেশকে জয় এনে দিতে এবং বিশ্ব পর্যায়ে আফগানিস্তানকে গৌরবান্বিত করার লক্ষ্যে আমি ক্রিকেট খেলি।'
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে