শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৯:৫২

আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ড হবে এবার, সারাবিশ্বের খেলোয়াড়দের নিয়ে সর্ববৃহৎ নিলাম!

আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ড হবে এবার, সারাবিশ্বের খেলোয়াড়দের নিয়ে সর্ববৃহৎ নিলাম!

স্পোর্টস ডেস্ক: আগামী ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২০১৮ এর আইপিএলের নিলাম। এবারে এক হাজারের বেশি খেলোয়াড়কে আইপিএলের নিলামের হাথুরির নিচে দেখা যাবে। ১২ জানুয়ারি শুক্রবার খেলোয়াড়দের নিলামের জন্য রেজিস্ট্রেশনের সময় শেষ হয়। এক হাজার ১২২ জন খেলোয়াড় নিলামের টেবিলে ওঠার জন্য তৈরি রয়েছেন।

আইপিএল শুরু হওয়ার পর থেকে এবারই সর্ববৃহৎ নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা বিশ্বের খেলোয়াড় এমনকি আইসিসি সহযোগী দেশের খেলোয়াড়রাও এবারের নিলামে উঠতে যাচ্ছেন। ২৮১ জন আন্তর্জাতিক প্রসিদ্ধ খেলোয়াড়ের পাশাপাশি ৮৩৮ জন আন্তর্জাতিকের বাইরে থাকা খেলোয়াড় নিলামের জন্য নিবন্ধিত হয়েছেন।

বাংলাদেশি আট খেলোয়াড় আইপিএলের নিলামের জন্য নিবন্ধিত হয়েছেন। সাকিব-ফিজের সঙ্গে টাইগারদের হয়ে আরও নিলামে উঠবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, ও আবুল হাসান রাজু।

বিশ্বের তারকা ক্রিকেটারদের মধ্যে ভারতীয় কয়েকজন তারকার উপর আলাদা ভাবে নজর থাকবে নিলামে। ভারতীয়দের মধ্যে যুবরাজ সিং, গৌতম গাম্ভীর, রবিচন্দ্রন অশ্বিন ও আজিঙ্কা রাহানেকে চড়া দামে দলে ভেড়াতে চাইবে ফ্রাঞ্চাইজি গুলো। অন্যদের মধ্যে কুলদিপ যাদব, লোকেশ রাহুল, মুরালি বিজয় এবং অফ স্পিনার হরভাজন সিংয়ের মতো ক্রিকেটারদেরও ভালো কদর থাকবে দল গুলোর কাছে।

আন্তর্জাতিক অঙ্গনের অন্যান্য খেলোয়াড়দের মধ্যে ক্রিস গেইল ও বেন স্টোকস থাকবেন লিস্টে সবার উপরে। প্রথমবারের মতো ইংলিশ অধিনায়ক জো রুট এবারের নিলামে উঠবেন। অজিদের মধ্যে ফার্স্ট বোলার মিচেল স্টার্ক ও প্যট কমিন্স থাকবেন দলগুলোর প্রথম পছন্দে। স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারও থাকবেন মনোযোগের কেন্দ্রবিন্দুতে। নিলামে অন্য অজি তারকা ক্রিকেটাররা হলেন গ্লেন ম্যক্সওয়েল, শেন ওয়াটসন ও মিচেল জনসন।

যথারীতি নিলামের বড় অংশ জুড়ে থাকবেন ক্যরিবিয়ান ক্রিকেটাররা। শ্রীলঙ্কা থেকে লাসিথ মালিঙ্গা, এঞ্জেলা ম্যাথুস, থিসারা পেরেরারা অংশ নিবেন। ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, মর্নি মরকেল, কাগিসো রাবাদারা দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করবেন। কেন উইলিয়ামসন, কলিন মুনরো ও টম ল্যাথাম কিউইদের পক্ষে আসবেন নিলামের টেবিলে।

নিলামে ২৮২ জন বিদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ ৫৮ জন রয়েছে অজি ক্রিকেটার। ৫৭ জন রয়েছে দক্ষিণ আফ্রিকার। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা থেকে সমান ৩৯ জন ক্রিকেটার অংশ নিবেন। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড থেকে যথাক্রমে ৩০ ও ২৬ জন অংশ নিচ্ছেন নিলামে। এছাড়া আফগানিস্থান থেকে ১৩, জম্বাবুয়ে থেকে সাতজন এবং অবশিষ্ট ক্রিকেটার আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড থেকে অংশ নিবেন।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে