রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ১০:১৪:১০

পরের টেস্টে কি নিজেকে সরাবেন কোহলি : শেবাগ

পরের টেস্টে কি নিজেকে সরাবেন কোহলি : শেবাগ

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের দলগঠনের তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। সানির মতোই কোহলির সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগও।

স্বভাবসুলভ ভাবেই শেবাগ তীর্যক বক্তব্য ছুড়ে দিয়েছেন বিরাটের প্রতি। তিনি বলেন, ‘‘বিরাট কোহলি যেভাবে মাত্র একটা টেস্টে ব্যর্থতার জন্য শিখর ধাওয়ানকে বাদ দিয়েছে, কোনও কারণ ছাড়াই ভুবনেশ্বর কুমারকে বসিয়ে দিয়েছে, তা দেখে মনে হচ্ছে, সেঞ্চুরিয়নে ব্যর্থ হলে তৃতীয় টেস্টে নিজেকেই বাদ দেওয়া উচিত কোহলির।’’

কোহলি কী করবেন, তার জবাব দেবে সময়। তবে আপাতত ভারত অধিনায়কের দলগঠন নিয়ে সরব সাবেক ক্রিকেটারেরা। প্রথম টেস্টে হার দিয়ে সিরিজ শুরু করেছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টের পরিণতি কী হবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে খারাপ কিছু হলে কোহলি আরও বেশি করে সমালোচিত হবেন তা বলাই যায়।

চোটের জন্য এই টেস্টে ঋদ্ধিমান সাহাকে দলে রাখা হয়নি। তাকে বাদ দেওয়া নিয়ে শেবাগ কোনও মন্তব্য করেননি। কিন্তু ভুবি ও ধাওয়ানের নের বাদ পড়া নিয়ে সোচ্চার হয়েছেন তিনি বলেছেন, ‘‘ভুবনেশ্বরকে বাদ দেওয়া একেবারেই সঠিক সিদ্ধান্ত নয়। অন্য কোনও বোলারের বদলে দলে ইশান্তকে নিতে পারত ভারত। ভুবনেশ্বর কুমার কেপ টাউনে বেশ ভাল পারফরম্যান্স করেছিল।’’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে