রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ১২:৩০:২৮

আমাদের জয়ের কোনো বিকল্প নেই: পাপন

আমাদের জয়ের কোনো বিকল্প নেই: পাপন

স্পোর্টস ডেস্ক: ঘরে মাঠে খেলা।  তাই চাপটাও একটু বেশী।  তবে নিজেদের মাঠে এখন খুবই শক্তিশালী দল বাংলাদেশ টিম টাইগাররা।  যে কোন দলই এখন বাংলাদেশ দলকে সমিহ করে।  ঘরের মাঠে বাংলাদেশ টিম যে কতটা শক্তিশালী তা বার বার প্রমাণ দিয়েছে।

বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের জানান দিতে সক্ষম হয়েছে মাশরাফি-সাকিবরা।  হোম অব ক্রিকেটে সাম্প্রতিক নান্দনিক পারফরম্যান্সের কারণে আসন্ন ত্রিদেশীয় সিরিজটা বাংলাদেশের জন্য অস্তিত্বের লড়াই হিসেবে দাঁড়িয়েছে।

২০১৮ সালে হোম সিরিজ দিয়ে শুরু হচ্ছে নতুন বছরের মিশন।  তাই এটাকে কাজে লাগাতে বেশ গুরুত্বের সাথে নিচ্ছে সিরিজটি।  এমটাই জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন কথায়।

সোমবার থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।  তিন জাতীর এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে শ্রীলংকা ও জিম্বাবুয়ে।  ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে শনিবার হঠাৎ করেই ক্রিকেটারদের ড্রেসিংরুমে হাজির হন বিসিবি সভাপতি।  মাশরাফি-তামমিদের সঙ্গে সৌজন্যতা সেরে চলে আসেন জিম্বাবুয়ের ক্রিকেটারদের ড্রেসিংরুমে।  শুক্রবার ঢাকায় আসা জিম্বাবুয়ের ক্রিকেটারদের সঙ্গেও কুশল বিনিময় করেন ক্রিকেট বোর্ডের সভাপতি।

সেখানে তিনি এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এমনটিই বলেছেন, ‘ক্রিকেটাররা চাঙ্গা আছে।  আমার বিশ্বাস ভালো কিছু হবে।  তাছাড়া এই সিরিজটা আমাদের অস্তিত্বের লড়াই।  এখানে আমাদের জয়ের কোনো বিকল্প নেই। ’
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে