রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০৬:০৮:৩২

রাত সাড়ে ৩ টায় মাঠে নামছে বাংলাদেশ

রাত সাড়ে ৩ টায় মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: গতকাল ১৩ই জানুয়ারি নিউজিল্যান্ডে পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসরের।  আর বিশ্বকাপের মূল আসরে লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের যুবারা।  আর সেই ম্যাচে নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্ব দারুণ ভাবে শুরু করেছে বাংলাদেশ যুব দল।

নামিবিয়ার বিপক্ষে ৮৭ রানে জয় পায় বাংলাদেশ।  আজ আবারো মাঠে নামছে টাইগার যুবারা।  প্রতিপক্ষ কানাডা।  লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে আজ রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে তিনটায় কানাডার বিপক্ষে মাঠে নামবে সাইফ-আফিফরা।  আর এই ম্যাচে কানাডাকে হারাতে পারলেই বিশ্বকাপের এই আসরে প্রথম দল হিসেবে নক আউট পর্বে উঠে যাবে বাংলাদেশ।

বাংলাদেশ দলঃ সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, আমিনুল ইসলাম, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাইম, মোহাম্মদ রাকিব, নাঈম হাসান, পিনাক ঘোষ, কাজী অনিক,  রবিউল হক, রনি হোসেন, শাকিল হোসেন, টিপু সুলতান, তৌহিদ হৃদয়।

কানাডাঃ আর্সলান খান (অধিনায়ক), আকাশ গিল, আশটান ডিওস্যামি, ইমানুয়েল খোখার, কাভিয়ান নারেস, কেভিন সিং, প্রনব শর্মা, রনধির সাধু, কৃষেন স্যামুয়েল, ফয়সাল জামখান্দি, আর্শদিপ ঢালিওয়াল, ঋষিভ জোশি, অ্যারান পাথমান্যাথান, রোমেল সাজ্জাদ।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে