রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০৮:০৮:১৫

বাংলাদেশের ব্যাপারে এতো ইমোশনাল নয় আমি: হাথুরু

বাংলাদেশের ব্যাপারে এতো ইমোশনাল নয় আমি: হাথুরু

স্পোর্টস ডেস্ক: আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ।  সেই সিরিজকে সামনে রেখে অন্য দেশের মতো বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কাও।  আর সেই শ্রীলঙ্কা দলের কোচ হিসেবেই বাংলাদেশে আসলেন হাথুরে।  আর হাথুরে বাংলাদেশে এসেই জানালেন তার ব্যাক্তিগত অভিমত।

এই ব্যপারে হাথুরে বলেন ,'এখানে যে সাড়ে তিন বছর ছিলাম, সেখান থেকে নিশ্চই জানেন আমি আবেগী মানুষ নই।  ইমোশন তাই খুব বেশি নেই।  তবে আমি এখনও চাই বাংলাদেশ ভালো করুক।  ক্রিকেটারদের শুভকামনা জানাই।  ওদের সঙ্গে অনেক ঘনিষ্ঠ ছিলাম, খুব ভালো জানাশোনা হয়ে গিয়েছিল।  আমি চাই ওরা অনেক সাফল্য বয়ে আনুক।  একইভাবে চাই বাংলাদেশ আরও সফল হোক। ’

হাথুরে আরো বলেন ,'দেশের মাটিতে বাংলাদেশ খুব ভালো দল।  গত আড়াই বছরে একটি ছাড়া 'আমরা' আর সিরিজ হারিনি। ’’  ‘আমরা বলতে আমি বোঝাচ্ছি আমি যখন বাংলাদেশের হয়ে কোচিংয়ে ছিলাম।  ওরা ওয়ানডেতে খুব ভালো ক্রিকেট খেলছে।  তারা নিজেদের ভূমিকা ও ম্যাচ পরিকল্পনা খুব ভালো করে জানে।  সেদিক থেকে প্রতিপক্ষের জন্য এখানে খেলা অনেক চ্যালেঞ্জিং। ’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে