সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮, ০৮:১৯:০৫

জিম্বাবুয়ের পর এবার হাতুরুর পালা

জিম্বাবুয়ের পর এবার হাতুরুর পালা

স্পোর্টস ডেস্ক: টুর্নামেন্টে ৮ উইকেটের বড় জয়ে দুর্দান্তভাবেই শুরু করলো স্বাগতিক বাংলাদেশ।  মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার  ২৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭১ রান করে জয় তুলে নেয়।  এর আগে  ৪৯ ওভারেই ১৭০ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে ফেবারিট ধরা হয়েছে।  তাই শুরুটা একদম ফেবারিটের মতোই করছে বাংলাদেশ।  অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়েকে দাঁড়াতে দেয়নি টাইগাররা।  ফলে বিশাল ব্যবধানে জয় দিয়ে বছরটা ভালোই সূচনা করেছে টিম টাইগার।

দক্ষিণ আফ্রিকায় দুঃস্বপ্নের এক সফর কাটিয়ে বছরে জয়টা যেন দরকারই ছিল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মতে।  জিম্বাবুয়ে বধের পর জিম্বাবুয়ের পর এবার হাতুরুর পালা।

ম্যাচশেষে পুরস্কার বিতরনী মঞ্চে এসে এই জয়ে স্বস্তির কথাই তেমনটা বুঝা গেল মাশরাফি বিন মর্তুজা কথায়।  দক্ষিণ আফ্রিকায় দুঃসহ সফর থেকে ফিরে জয়ে ফেরার পর এখন আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কার দিকে চোখ তার, 'দক্ষিণ আফ্রিকা সফর কঠিন ছিল।  তাই ঘরে ফিরে জয় পাওয়াটা দারুণ ব্যাপার।  আমাদের শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো খেলতে হবে। '

সবাইকেই একসঙ্গে দলের জয়ে অবদান রাখায় প্রশংসায় করেছেন মাশরাফি।  তিনি বলেন, 'বোলাররা ভালো করেছে।  আমরা জানতাম, গত কয়েকদিনে সূর্য না উঠায় উইকেট একটা ভূমিকা রাখবে।  সাকিব অসাধারণ।  ১৭১ তাড়া করতে নেমে আমাদের একটি বা দুটি জুটি দরকার ছিল।  আমরা সেটা পেয়েছি।  তামিম দারুণ করেছে, এনামুলও।  তিন নাম্বারে নেমে সাকিব ভালো ব্যাটিং করেছে।  প্রথম জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ।  আশা করি আমরা এই ধারা অব্যহত রাখতে পারব। '

আগামী ১৯ জানুয়ারি  প্রতিপক্ষ শ্রীলঙ্কার সাথে লড়বে বাংলাদেশ।  ফলে এটিই হবে সাবেক কোচ হাথুরুসিংহের বিপক্ষে প্রথম কোন ম্যাচ।  তাই শ্রীলঙ্কার বিপক্ষে জিততেও মরিয়া বাংলাদেশ দল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে