সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮, ০৯:০০:২৮

দুই টাইগারের প্রশংসা করলেন মাশরাফি

দুই টাইগারের  প্রশংসা করলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। এর মধ্য দিয়েই ২০১৮ সালে শুভ সূচনা করেছে টাইগাররা। সোমবার দীর্ঘ ১৫ মাস পর ঘরের মাঠে ওয়ানডে খেলেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ওভারেই বোলিং করতে আসেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ওভারেই তুলে নেন সুলেমান মীরে ও ক্রেগ আরভিনের উইকেট।

তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে মাত্র ৪৯ ওভারে ১৭০ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। সাকিব একাই নিয়েছেন তিন উইকেট, ২টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। ১ টি করে উইকেট দখল করেছেন সানজামুল ইসলাম ও মাশরাফি মর্তুজা।

জবাবে ব্যাটিংয়ে নেমে তামিমের অপরাজিত ৮৪, সাকিবের ৩৭, মুশফিকের অপরাজিত ১৪ ও এনামুল হকের ১৯ রানে ভর করে বড় জয় পায় টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়ে দারুণ খুশি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টাইগার ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন মাশরাফি। ত্রিদেশীয় আসরের বাকি অংশে জয়ের ধারা ধরে রাখতে আশাবাদী টাইগার অধিনায়ক।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, "দক্ষিণ আফ্রিকা সফরে আমাদের কঠিন সময় গেছে। ঘরের মাঠে ফিরে এবং জয় পেয়ে ভালো লাগছে। বোলাররা অসাধারণ বোলিং করেছে। আমরা জানতাম গত কয়েকদিনের মতো সূর্য দেখা যাবে না। যখন এই ধরণের উইকেটে আপনি ১৭০ তাড়া করবেন, এর ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনা কম। তামিম দুর্দান্ত ব্যাটিং করেছে। সাকিবও তিন নম্বরে ভালো খেলেছে। আশা করছি আমরা এই ধারা টুর্নামেন্টের বাকি অংশে ধরে রাখতে পারবো।"
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে