সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮, ০৯:১২:১৯

মোস্তাফিজকে এভাবে দেখে খুশি সবাই

মোস্তাফিজকে এভাবে দেখে খুশি সবাই

স্পোর্টস ডেস্ক: ‘আমার কাছে মনে হয় নাই ও কখনো খারাপ করেছে। হয়ত উইকেট পায়নি, কিন্তু সব সময় উইকেট পাওয়া একটা মানুষের পক্ষে কখনই সম্ভব না। ও কখনই খারাপ অবস্থায় ছিল না। এখন হয়ত আরও ভাল অবস্থায় এসেছে। ও অনেক কাজ করছে, ওর এমন বোলিং দেখে আমি অনেক সন্তুষ্ট।’

কথাগুলো সাকিব আল হাসানের। ত্রিদেশীয় সিরিজের প্রথম লড়াইয়ে বাংলাদেশের ম্যাচসেরা পারফর্মার। বলছেন দলের পেস ব্যাটারির অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমানকে নিয়ে।

মোস্তাফিজকে এভাবে দেখে খুশি সবাই। ফিজকে এমন বল করতে দেখা আসলে স্বস্তিরই। আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পর থেকেই আলোচনায় থেকেছেন। পারফরম্যান্স দিয়েই। ২০১৫ সালে ক্যারিয়ার শুরু করা বাঁহাতি পেসার পরের বছরও টানা মাঠ মাতিয়েছেন। কিন্তু গত বছরটা ভালো যায়নি। চোট, পুনর্বাসন, ফর্ম হারিয়ে ফেলা, নিজেকে খুঁজে থাকা; এসবের মাঝেই কেটে গেছে। ইনজুরির প্রভাবে নিজেকে হারিয়ে খোঁজা মোস্তাফিজ নতুন বছরের প্রথম ম্যাচেই চেনারূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে সোমবার দুটি উইকেট পেলেও আলোচনায় তার বোলিংয়ের ধরন। এদিন তার বিষাক্ত কাটারে বারবার বিভ্রান্তিতে পড়তে হয়েছে ব্যাটসম্যানদের। এমন মোস্তাফিজকে দেখে তাই সাকিবও খুশি।

টাইগারদের কাছে ৮ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে এসে জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমারও করে গেলেন ফিজের প্রশংসা, ‘সে ভাল বল করেছে, সত্যি কথা। তার স্লোয়ারগুলো বুঝে ওঠা খুবই কঠিন। তার স্টক বল ও মন্থর গতির মাঝে অনেক ব্যবধান। সে অনেকদিন ইনজুরিতে ছিল, সেটি কাটিয়ে উঠেছে। আমি তার বলের বিপক্ষে খেলেছি। সে একজন বিশ্বমানের বোলার।’

৩০ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা অতিথিরা ব্রেন্ডন টেলর ও সিকান্দার রাজার জুটিতে লড়াইয়ে ফেরার চেষ্টা চালায়। মোস্তাফিজের মায়াবী কাটার সেটি সফল হতে দেয়নি। দলীয় ৫১ রানের মাথায় দারুণ এক কাটারে টেলরকে বোকা বানান ফিজ। ইনকাট হয়ে আসা বলটি ব্যাটের কাছে আসতেই বেরিয়ে যেতে থাকে বাইরের দিকে। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মুশফিকের গ্লাভসে। তিন বছর পর জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে খেলতে নামা টেলর ফেরেন ২৪ করে।

নতুন বছরের প্রথম ম্যাচজুড়েই এভাবে নিজের চেনা অস্ত্রকাটার ছুঁড়ে গেছেন মোস্তাফিজ। ইনিংসের শেষ উইকেটি ছিল মোস্তাফিজের। বোল্ড করেন জার্ভিসকে। ওই ওভারেও কাটার ত্রাস ছড়িয়েছে। এমন মোস্তাফিজকে প্রতি ম্যাচেই চেনারূপে চাইবে বাংলাদেশ দল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে