মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ০৯:০৮:৪৫

ওয়াটসনকে পেছনে ফেললেন টাইগার তামিম ইকবাল

ওয়াটসনকে পেছনে ফেললেন টাইগার তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: দারুণ একটি মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আর সাত রান করলেই তিন ফরম্যাট মিলিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তামিম ইকবালের এখন মোট রান দশ হাজার ৯৯৩।

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে তিন ফরম্যাট মিলিয়ে সেরা রান সংগ্রহকারীদের তালিকায় এখন ৬৭তম অবস্থানে রয়েছেন বাংলাদেশি এই ওপেনার। এই তালিকায় শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার। তিন ফরম্যাট মিলিয়ে তার মোট রান ৩৪ হাজার ৩৫৭।   

গতকাল ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ৮৪ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন তামিম ইকবাল। এদিন তিনি ছাড়িয়ে যান অজি ক্রিকেটার শেন ওয়াটসনকে। সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নামার আগে ওয়াটসনের চেয়ে ৪১ রানে পিছিয়ে ছিলেন তামিম। শেন ওয়াটসনের তিন ফরম্যাট মিলিয়ে মোট রান দশ হাজার ৯৫০। গতকাল ৮৪ রানের ইনিংসের সুবাদে ওয়াটসনের চেয়ে ৪৩ রানে এগিয়ে গেলেন তামিম।
১৬ ডিসেম্বর ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে