মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ১১:৪৩:২৩

৪ ব্যাটসম্যানের ফিফটিতে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং টার্গেট দিল পাকিস্তান

৪ ব্যাটসম্যানের ফিফটিতে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং টার্গেট দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: টানা তিন ম্যাচ বাজে ভাবে হেরে খোয়া গেছে সিরিজ। পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে কথা বলতে গিয়ে তাই প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক সিনিয়র ক্রিকেটারদের ব্যর্থতার কথা বলতে ভুলেননি।

হ্যামিল্টনে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে এসে সিনিয়র ক্রিকেটারদের ব্যাটে রানের দেখা মিললো। ৪ ব্যাটসম্যানের ফিফটিতে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং টার্গেট দিল পাকিস্তান। ফিফটি করলেন মোহাম্মদ হাফিজ ও অধিনায়ক সরফরাজ আহমেদ। তরুণ ফকর জামান ও হারিস সোহেলের ব্যাটেও এলো ফিফটি।

চার ফিফটিতে মঙ্গলবার সকালে কিউইদের চ্যালেঞ্জিং একটা লক্ষ্যই দিয়েছে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬২ রান করে সফরকারীরা। জিততে হলে ২৬৩ রান করতে হবে নিউজিল্যান্ডকে। এর আগে এই সফরে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করার সুযোগ পেয়েছিল পাকিস্তান। ২৪৬ রান তুলতে পেরেছিল দলটি। তবে বৃষ্টি হানা দেওয়া ম্যাচটি তাদের হারতে হয় ৮ উইকেটে। বাকী দুটি ম্যাচই পরে ব্যাট করে পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে পরে ব্যাট করে ৩০.১ ওভারে ৬ উইকেটে ১৬৬ তুললে পেরেছিল দলটি। তৃতীয় ওয়ানডেতে মাত্র ৭৪ রানে অল আউট হয় তারা।

এদিনও টস জিতে আগে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ১১ রানেই তারা হারিয়ে বসে ২ উইকেটে। ফিরে যান ফাহিম আশরাফ (১) ও বাবর আজম (৩)। তবে তৃতীয় উইকেটে সেই বিপর্যয় সামাল দেন হারিস সোহেল ও ফকর জামান। ৮৬ রানের জুটি গড়েন এই দুজন। দলীয় ৯৭ রানে কিউই বোলারদের তৃতীয় শিকার হয়ে ফিরেন ফকর। ৭৫ বলে ১টি ছক্কা ও ৭টি চারে ৫৪ রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি। হারিস সোহেল আউট হয়েছেন ঠিক ৫০ রান করে। ৭৪ বলে ৪টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

ষষ্ঠ উইকেটে ৯৮ রানের জুটি গড়েন মোহাম্মদ হাফিজ ও সরফরাজ আহমেদ। সেই জুটিই লড়াইয়ের মতো পুঁজি এনে দিয়েছেন পাকিস্তানকে। হাফিজ দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেছেন ৮০ বল খেলে। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা। সরফরাজের ৪৬ বলে খেলা ৫১ রানের ইনিংসটিতে ছিল ৩টি করে চার ও ছক্কা।

মোহাম্মদ হাফিজ আউট হন ইনিংসের একেবারে শেষ বলে। নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া কেন উইলিয়ামসন ২টি এবং ট্রেন্ট বোল্ট ও মিচেল সান্টনার নিয়েছেন ১টি করে উইকেট।
১৬ ডিসেম্বর ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে