মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:২৭:১৪

ত্রিপল সেঞ্চুরি করতে চান রুবেল

ত্রিপল সেঞ্চুরি করতে চান রুবেল

স্পোর্টস ডেস্ক: গতকাল (১৫ জানুয়ারি) ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন। তবে সেঞ্চুরিতেই থেমে থাকতে চান না রুবেল, একদিনের ক্রিকেটে উইকেটের ‘ত্রিপল সেঞ্চুরি’ করতে চান এই ডানহাতি পেসার।

শতক থেকে দুই উইকেট দূরে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলতে নামেন রুবেল। ৪৮ তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান পিটার মুর ও টেন্ডাই চাতারাকে বোল্ড করে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রুবেল। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সেটি করতে পারেন নি। এদিকে ম্যাচ শেষে উইকেটের সেঞ্চুরি করা রুবেলের অনুভূতি ছিল, ‘ভাল লাগছে খুব।’
 
অনেকদিন থেকেই বোলিং নিয়ে বিশেষভাবে কাজ করছেন রুবেল। তার ফলাফল মিলছে মাঠে। এই ধারাবাহিকতা ধরে রেখে উইকেটের ত্রিপল সেঞ্চুরিই লক্ষ্য রুবেল হোসেনের,  ‘আমি তো চাই আমার ৩শ’ উইকেট থাকবে। এজন্য আমাকে ফিট থাকতে হবে এবং ভালো বোলিংয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

উল্লেখ্য, রুবেলের আগে আরও চারজন বাংলাদেশি বোলার ১০০ উইকেটের মাইলফলক অতিক্রম করেছেন। যার মধ্যে সবচেয়ে দ্রুততম ছিলেন বামহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ৬৯ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন রাজ্জাক। দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৭৮ ম্যাচে শততম উইকেটের দেখা পান মাশরাফি। তালিকার তৃতীয় স্থানে প্রবেশ করলেন রুবেল হোসেন। ৮১তম ম্যাচে পেলেন শত উইকেটের দেখা।

এদিকে উইকেট সংগ্রহের তালিকায় রুবেল এখন পঞ্চম অবস্থানে। একদিনের ক্রিকেটের বাংলাদেশের হয়ে সবচেয়ে উইকেট দখল করেছেন মাশরাফি বিন মুর্তজা। ১৮১ ম্যাচ খেলা মাশরাফির ঝুলিতে ২৩২টি উইকেট। তালিকায় দ্বিতীয় অবস্থানে সাকিব আল হাসান, তাঁর সংগ্রহ ২২৯ টি উইকেট। এরপর আছেন অভিজ্ঞ আব্দুর রাজ্জাক। অনেকদিন থেকে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারের উইকেট সংখ্যা ২০৭ টি। এরপর আছেন গ্রেট মোহাম্মদ রফিক। তিনি বাংলাদেশের জার্সিতে উইকেট নিয়েছিলেন ১১৯ টি।
১৬ ডিসেম্বর ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে