মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ০৩:০৮:০৩

ইংল্যান্ডকে হারিয়ে আমরা জয় নিয়ে মাঠ ছাড়বো: আফিফ

ইংল্যান্ডকে হারিয়ে আমরা জয় নিয়ে মাঠ ছাড়বো: আফিফ

স্পোর্টস ডেস্ক: অলরাউন্ড নৈপুণ্যের জন্য যুব বিশ্বকাপে কানাডার বিপক্ষে ম্যাচে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তরুন আফিফ হোসেন। এদিন ব্যাট হাতে ৫০ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৫ উইকেট নেন এই বাঁহাতি অলরাউন্ডার।তৌহিদ হৃদয় সেঞ্চুরি হাঁকালেও তাকে ব্যাটিংয়ের সময় সঙ্গ দেন আফিফ।

দলের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে স্কোরবোর্ডে বড় স্কোর গড়ার ভিত গড়ে দেন বাঁহাতি এই ব্যাটসম্যান।আর বোলিংয়ে কানাডার ব্যাটসম্যানদের একাই নাকানিচুবানি খাওয়ান তিনি।

অলরাউন্ড পারফর্ম করে ম্যাচ সেরা নির্বাচিত হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে জানিয়েছেন,যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করেছেন।

প্রতিপক্ষ দলের বোলাররা ভালো ছন্দে ছিলেন তারপরও পরিস্থিতি বুঝে খেলেছেন বলেই ফিফটি তুলে নিতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, ‘যতক্ষণ ব্যাটিংয়ে ছিলাম ততক্ষণ পজিটিভ থাকার চেষ্টা করেছি। পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করেছি বলেই অর্ধশত রানের ইনিংসটি খেলতে সক্ষম হয়েছি।

শুরুতে আমাদের টপ অর্ডারের ব্যাটম্যানরা উইকেটে টিকতে পারেনি। ওদের বোলাররা ভালো ছন্দে বোলিং করছিলো যেকারণে এমন পরিস্থিতিতে ব্যাটিং করাটাও সহজ ছিলনা আমার জন্য।’আফিফ আরও জানান, ইংলিশদের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়তে চান তারা।

মূল লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে জায়গা করে নেয়া। তিনি আরও বলেন,’ আমরা আত্মবিশ্বাসী ছিলাম বলেই জয় পেতে সহজ হয়েছে আমাদের জন্য। আমাদের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের সাথে যেটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আশা করছি সেই ম্যাচেও আমরা জয় নিয়ে মাঠ ছাড়বো ।
১৬ ডিসেম্বর ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে