শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৯:২৪

ফের সেঞ্চুরি হাঁকালেন মুমিনুল

ফের সেঞ্চুরি হাঁকালেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক: জয়ের জন্য শেষ দিনে ২৬০ রানের দরকার ছিল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের। তারা তা পারেনি। আর ম্যাচ বাঁচাতে হলে সারাদিন ক্রিজ আঁকড়ে থাকার দরকার চিল তাদের। ব্যাট হাতে তেমন কিছুই দেখালেন অধিনায়ক মুমিনুল হক। বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংস ১০৭ রান আসে মুমিনুলের ব্যাট থেকে। গতকাল দিনের শেষ সেশনে পূর্বাঞ্চলের সংগ্রহ ২০২/৬-এ পৌঁছলে ড্র মেনে নেন দুই অধিনায়ক।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের দিনের ২৭৩/৮ সংগ্রহ নিয়ে গতকাল স্কোর বোর্ডে ১১ রান যোগ ইনিংস থামে বিসিবি উত্তরাঞ্চলের। পূর্বাঞ্চলের বল হাতে ৮৯ রানে ৫ উইকেট  নেন তরুণ পেসার খালেদ আহমেদ। প্রথম শ্রেণিল ক্রিকেটে এটি ইনিংস তার প্রথম পাঁচ উইকেট শিকার। অপর পেসার আবু  জায়েদ ৭১ রানে নেন ৩ উইকেট। ম্যাচের চতুর্থ ইনিংসে মোহাম্মদ আশরাফুলকে শূন্য ও জাকির হাসানকে ১ রানে ফিরিয়ে জয়ের আশা জাগান তাইজুল ইসলাম। তবে দলকে বাঁচান মুমিনুল। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ১৪৭ বলে ৮টি চার ও দুটি ছক্কায় ১০৭ রান করেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। এবারের বিসিএলে টানা দুই ম্যাচে সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন মুমিনুল। প্রথম রাউন্ডে মুমিনুলের ব্যাট থেকে আসে ২৫৮ রানের ইনিংস। সিলেট মাঠে গতকাল ৬৮ রানে ৪ উইকেট নিয়ে উত্তরাঞ্চলের সেরা  বোলার বাঁ-হাতি স্পিনার তাইজুলই।

জোড়া ল্যান্ডমার্কের ম্যাচে কেউ হারেনি।
ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে দারুণ দুই ল্যান্ডমার্ক ছোঁয়া নৈপুণ্যের কারণে। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এই ম্যাচেই ১০০০০ রানের ল্যান্ডমার্ক স্পর্শ করেন তুষার ইমরান। আর প্রথশ শ্রেণিতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আবদুর রাজ্জাক স্পর্ষ করেন ৫০০ উইকেটের মাইলফলক।

বাংলাদেশ কীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে (বিকেএসপি) গতকাল ড্রতে শেষ হয় প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চলের ম্যাচটি। ম্যাচের প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলের ৪৪৮ রানের জবাবে মধ্যাঞ্চলের সংগ্রহ পৌঁছে  ৫০৫ রানে। আর দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চল ৩ উইকেটে ১২০ রান করলে ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক। জাতীয় দলে জায়গা হারানো বা-হাতি ওপেনার সৌম্য সরকার ১৫ বলে করেন ১৮ রান। প্রথম ইনিংসে ১০ রান করেন সৌম্য।
১৯ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে