শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:৩৪:৩৩

ভারত শেষ ম্যাচ হারলেই, বাংলাদেশ হবে...

ভারত শেষ ম্যাচ হারলেই, বাংলাদেশ হবে...

স্পোর্টস ডেস্ক: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ-পর্বে দুই ম্যাচে জিতে কোয়াটার ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে জুনিয়র টাইগারদের লড়তে হবে ভারতের বিরুদ্ধে। তবে ভারত যদি শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারে তাহলে হিসেব পাল্টে যাবে। ভারত যদি শেষ ম্যাচ হারলেই বাংলাদেশ হবে তাদের প্রতিপক্ষ । ২৬ জানুয়ারি বাংলাদেশ সময় ভোর রাত সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

গ্রুপ-পর্বের প্রথম দুই ম্যাচে কানাডা ও নামিবিয়াকে সহজেই হারিয়েছে জুনয়ির টাইগাররা। প্রথম ম্যাচে নামিবিয়াকে হারিয়েছে ৮৭ রানে। আর দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৬৬ রানে। তবে তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে আজ ৭ উইকেটে হেরেছে যুবারা।

অপরদিকে ভারত প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ১০০ রানে। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারিয়েছে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভারত এগিয়ে আছে। তবে গত এশিয়া কাপে তাদের হারানোর ফলে মানসিকভাবে এগিয়ে থাকবে বাংলাদেশ।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে