শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ১০:৪৯:১৬

চোখ বেঁধে ব্যাটিং করা শিখলেন মাশরাফি-মুশফিক!

চোখ বেঁধে ব্যাটিং করা শিখলেন মাশরাফি-মুশফিক!

স্পোর্টস ডেস্ক: চোখ বেঁধে, বল না দেখে ব্যাটিং করাটা সত্যিই অসম্ভব একটি কাজ।  অথচ এই অসাধ্য কাজটিই করে দেখালেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং বাংলাদেশ দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।  চোখ বেঁধে বলের ভেতরের বিশেষ শব্দ শুনে ক্রিকেট খেললেন এ দুই তারকা।  তারপর তাদের সঙ্গেই খেলে কঠিন কাজটাই অনায়াসে করে দেখাল দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের ক্যাম্প অ্যাবিলিটি ইউএসএ এবং বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন হিরোজ ফর অলের আয়োজনে মাশরাফি এবং মুশফিক উপস্থিত হয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের উৎসাহ দেন।

হিরোজ ফর অলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. রেহনুমা করিম একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বলেন, 'সবাই সন্তানদের গতানুগতিকভাবে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানাতে চায়।  কিন্তু তাদের আসলে কোনটা স্বপ্ন তা তেমন জানা হয় না।  স্বপ্ন পূরণ না করতে পেরে শিশু-কিশোরদের অনেকেই বিষণ্নতা, মাদকসহ বিভিন্ন দিকে ঝুঁকে যাচ্ছে।  আমরা স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নতুন করে স্বপ্ন দেখানোর চেষ্টা করছি।  তাদের সামনে মেন্টর হাজির করছি। '

অন্যদিকে এ প্রসঙ্গে মাশরাফি-মুশফিক বলেন, 'এই শিশুরা প্রমাণ করেছে সুযোগ পেলে তারাও সবকিছু করতে পারে।  দৃষ্টিসম্পন্ন মানুষের চেয়ে তাদের দক্ষতা কোনো অংশেই কম নয়। '
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে