শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:৪১:৪৩

টস নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন মাহমুদুল্লাহ

টস নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: আগামীকাল সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।  টি-টোয়েন্টি সিরিজে হারের লজ্জা থেকে বাঁচতে ম্যাচটি জিততে হবে টাইগারদের। ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টস। তবে টস নিয়ে ভাবছেন না অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বরং নিজেদের পারফরম্যান্সের ওপর জোর দিচ্ছেন তিনি।

সিলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছিল লক্ষ্য তাড়া করা দল। অন্যদিকে গত বিপিএলেও ৮টি ম্যাচের বেশিরভাগ ম্যাচই জিতেছিল পরে ব্যাটিং করা দল। আর তাই বলায় চলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে টস বড় ভূমিকা রাখতে পারে। তবে মাহমুদুল্লাহ বলেন, 'আসলে এটা (টস) নির্ভর করছে উইকেট আমরা কেমন পাচ্ছি। উইকেটের কন্ডিশনটা আমরা বিবেচনা করব।  তার ওপর টসটা গুরুত্বপূর্ণ। '

তিনি আরও বলেন, 'টি-টোয়েন্টিতে আমার মনে হয়, প্রত্যেকটি বিভাগেই আপনাকে ভালো করতে হবে। আপনি ব্যাটিং করেন আগে বা বোলিং করেন।  আপনি যদি আপনার স্কিল বাস্তবায়ন করতে পারেন, তাহলে এটাই যথেষ্ট। কে আগে ব্যাটিং করল বা বোলিং করল, এটা মূল ব্যাপার নয়। কন্ডিশন যদি একটু ভিন্ন থাকে, তাহলে টসের ইস্যুতে বিবেচনার বিষয় থাকে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে