শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:৫০:১৫

বাংলাদেশের জন্য সুসংবাদ

বাংলাদেশের জন্য সুসংবাদ

স্পোর্টস ডেস্ক: কথায় আছে 'শেষ ভালো যার, সব ভালো তার'। সেই ভালোর অপেক্ষায় এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-২০ ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তার আগে সুসংবাদ, বাঁ-হাতে চোট পাওয়া তামিম ইকবাল অনেকটা সেরে উঠেছেন। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে এই ড্যাশিং ওপেনারের। এমনটাই জানালেন অধিনায়ক মাহমুদুল্লাহ।

আজ সংবাদ সম্মেলনে তিনি জানান, কাল তামিমের খেলার জোর সম্ভাবনা রয়েছে। হাতের ওপরের অংশের চোট থেকে অনেকটা সেরে উঠেছেন।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচেই আঙুলে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি সিরিজের আগে চোট পেলেন তামিম ও মুশফিকুর রহিম। তবে সুস্থ হয়ে প্রথম টি-২০ খেলেছেন মুশফিক। এবার পালা তামিম ইকবালের। এব্যাপারে মাহমুদুল্লাহ বলেন, 'তামিমের অবস্থা এখন অনেক ভালো। আশা করি সে কালকের ম্যাচের আগে পুরোপুরি সেরে উঠবে।'
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে