মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:৩১:৫৪

এখানে ঠিকই কেতন উড়ালেন নতুনরা

এখানে ঠিকই কেতন উড়ালেন নতুনরা

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান ছিলেন ইনজুরিতে। লিটন দাস, সাব্বির রহমান, নাসির হোসেন, তাসকিন আহমেদরা অফ ফর্মে। এ সবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এক ঝাক তরুণকে মাঠে নামিয়ে দিল নির্বাচকরা। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টি-টোয়েন্টি মিলে অভিষেকই হয়েছে ছয়জনের! সিনিয়রদের অফ ফর্ম আর চোটের সুযোগটা নিয়ে নতুনের কেতন উড়বে প্রত্যাশা ছিল এমনই। কিন্তু হয়েছে তার উল্টোটা। এখানে ঠিকই কেতন উড়ালেন নতুনরা।

শ্রীলঙ্কার বিপক্ষে তরুণদের কেউই সেভাবে উজ্জ্বলতা ছড়াতে পারেননি। সিরিজে বাংলাদেশকেও হারতে হয়েছে বাজেভাবে। সিরিজ শেষ, তরুণরা একসাথে জ্বলে উঠলেন তারপরই। ঢাকা প্রিমিয়ার লিগে নিজ নিজ দলের হয়ে আজ দারুণ খেলেছেন আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, নাজমুল ইসলাম অপুরা।

বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে ম্যাচজয়ী পারফরর্মই করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে অভিষিক্ত আফিফ হোসেন। খেলাঘরের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৭ রানের সংগ্রহ গড়ে শাইনপুকুর। ক্লাবটির পক্ষে ভারতীয় ব্যাটসম্যান উদয় কাউল করেছেন ১৩৬ বলে ১৩৭ রান। আফিফের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ বলে ৪৩ রান।

পরে ব্যাট করতে নেমে খেলাঘর ৪৫.৪ ওভারে ২০৬ রানের গুটিয়ে গেলে ৮৮ রানের বড় জয় নিশ্চিত হয় শাইপুকুরের। খেলাঘরের হয়ে সর্বোচ্চ ৬২ করেছেন রাফসান আল মাহমুদ। শাইনপুকুরের হয়ে আফিফ হোসেন ১০ ওভার বোলিং করে ৪৯ রান খরচায় তুলে নিয়েছেন ২ উইকেট। আর শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের হাতে বেধড়ক মার খাওয়া সাইফুদ্দিন ৪৪ রানে দখল করেছেন ২ উইকেট।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে প্রাইম ব্যাংকের বিরুদ্ধে পাঁচ উইকেটের দারুণ জয় পেয়েছে শেখ জামাল। প্রথমে ব্যাট করতে নেমে আবু জায়েদ চৌধুরি, নাজমুল ইসলাম অপু, রবিউল হক, ইলিয়াস সানিদের দারুণ বোলিংয়ে ২২৭ রানের বেশি তুলতে পারেনি প্রাইম ব্যাংক।

পরে জিয়াউর রহমানের ৬৭ রানের এক ইনিংসের কল্যাণে ৪৪.৪ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের জন্য ২২৯ রান তুলে ফেলে শেখ জামাল। প্রাইম ব্যাংকের হয়ে মনির হোসেন ৩৮ রান খরচায় ২ উইকেট দখল করেছেন। আর শ্রীলঙ্কার বিপক্ষে অভিষিক্ত আরিফুল হক ৩৮ রান খরচায় তুলে নিয়েছেন এক উইকেট।
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে