মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:২৮:০৯

নতুন বলে মাশরাফিই সেরা: পাপন

 নতুন বলে মাশরাফিই সেরা: পাপন

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন।  গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতেই ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন মাশরাফি।  যেখানে ম্যাচের আগে তিনি ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাট থেকে নিজেকে অবসরের ঘোষণা দেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।  সামনে শ্রীলঙ্কা-ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ।  আর সেই সিরিজের নাম দেয়া হয়েছে নিদাহাস ট্রফি।  আর সেই সিরিজকে সামনে রেখে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে টি-টোয়েন্টি দলে ফেরানোর জন্য চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এ প্রসঙ্গে বলেন, 'ত্রিদেশীয় সিরিজের জন্য আমরা মাশরাফিকে ফেরার জন্য অনুরোধ করবো।  তবে সবকিছুই তার মতামতের ওপর নির্ভর করছে। '

তিনি আরও বলেন, 'আমি ওকে এই সিরিজেও খেলতে বলছিলাম।  কিন্তু জোর দিয়ে না।  ও তখন বলল, ও টেস্ট খেলতে চায়, টি-টোয়েন্টি খেলবে না। ' নতুন বলে মাশরাফির বিকল্প পাচ্ছে না বিসিবি।  আর তাইতো নিদাহাস ট্রফিতেই তাকে দলে চাচ্ছে।

এ প্রসঙ্গে পাপন বলেন, 'নতুন বলে মাশরাফিই সেরা।  এতে কোন সন্দেহ নেই।  মুস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টির জন্য সবচেয়ে নির্ভর করার মত বোলার কিন্তু মাশরাফি। '
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে