রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:২০:৪৫

তারপরও সেই সুযোগই পেলেন না কাটার মাস্টার

তারপরও সেই সুযোগই পেলেন না কাটার মাস্টার

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএনএল) এবারের আসরের অভিষেক ম্যাচে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে শিকার করেছিলেন দুটি উইকেট, খরচ করেছেন ২২ রান। তারপরও দ্বিতীয় ম্যাচে সেই সুযোগই পেলেন না এই কাটার মাস্টার। ১৪ ওভারেই ১ উইকেট হারিয়ে প্রতিপক্ষ কোয়েটা গ্লাডিওরস জয়লাভ করে। দুই ওভার বল করে ১০ রান দিয়েছেন তিনি।

শনিবার টস জিতে ফিল্ডিং করতে নামে কোয়েটা। লাহোর কালান্দার্স ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে। ধারাবাহিক উইকেট পতনের জেরে ৯ উইকেটে ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ১১৯ রান।

সহজ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে কোয়েটা জয়ের দ্বারে পৌঁছায়। সর্বোচ্চ ৬৬ করেছেন ওয়াটসন।

লাহোরের পক্ষে একমাত্র উইকেটটি পেয়েছেন সুনিল নারায়ণ। চার ওভারে ৪০ রান দিয়ে শিকার করেছেন একমাত্র উইকেটটি।

এদিকে পিএসএলে প্রথম ম্যাচেই মোস্তাফিজ ম্যাজিক।  ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বল হাতে নিয়ে দিয়েছেন ১০ রান। কুমার সাঙ্গাকারা মেরেছেন দুটি বাউন্ডারি। তবে শোধটা ঠিক তুলেছেন মোস্তাফিজুর রহমান।

প্রথম ১০ ওভারে কোন উইকেট না হারিয়ে ৮৮ রান তুলেছে মুলতান সুলতান্স। ক্রিজে কিংবদন্তী কুমার সাঙ্গাকারা আর আহমেদ শেহজাদ। দুই ওপেনারকে থামানোর কোন চেষ্টাই সফল হয়নি। ১১ তম ওভারে তাই আবারো মোস্তাফিজের হাতে বল তুলে দেন লাহোর কালান্দার্সের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। বল হাতে নিয়েই আস্থার প্রতিদান দিলেন কাটার মাস্টার। প্রথম বলেই তুলে নিলেন শেহজাদকে। উইকেট কিপার ওমর আকমলের হাতে ক্যাচ তুলে দিয়েছেন পাকিস্তানি ওপেনার।

এরপর আবার তাকে বল করতে আনা হলো ১৭তম ওভারে। ততক্ষণে সেঞ্চুরির দিকে এগিয়ে চলছেন সাঙ্গাকারা। এবারো অধিনায়ক ম্যাককালামকে স্বস্তি এনে দিলেন মোস্তাফিজ। পঞ্চম বলেই ৬৩ রান করা সাঙ্গা ক্যাচ তুলে দিলেন ফকর জামানের হাতে।

১৯তম ওভারে ডোয়াইন ব্রাভোকে রীতিমত নাচিয়ে ছেড়েছেন। মাত্র ৩ রান দিয়েছেন ওই ওভারে। তবে দারুণ বোলিং করেও সতীর্থদের ব্যর্থতায় পিএসএলে নিজের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে পারেননি টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

লাহোর কালান্দার্স দলের হয়ে এই টুর্নামেন্টে শুক্রবার অভিষেক হয়েছে মোস্তাফিজের। ৪ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন সবচেয়ে মূল্যবান ২টি উইকেট। রান খরচায়ও তিনি ছিলেন দলের সবার চেয়ে কিপটে।

মুলতানের পক্ষে বড় স্কোরের ভিত গড়ে দিয়েছেন সাঙ্গাকারা। আগের ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন প্রায় একক প্রচেষ্টায়। শুক্রবার পাকিস্তান সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও মুলতানের বড় ইনিংস গড়তে ভুমিকা রেখেছেন সামনে থেকে। মোস্তাফিজের শিকার হওয়ার আগে কুমার সাঙ্গাকারার ৪৪ বলে ৬৩ রানের মূল্যবান ইনিংসে এদিন লাহোর কালান্দার্সের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৯ রান করেছে মুলতান সুলতান্স।

সাঙ্গাকারা ছাড়াও মুলতানের অধিনায়ক শোয়েব মালিক মাত্র ২৮ বলে ঝড়ো ৪৮ রান করেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে