শনিবার, ১৭ মার্চ, ২০১৮, ০৮:২০:৪০

ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ, গতকাল জয়ের এমন খবর শুনেই যা বলেছিলেন প্রধানমন্ত্রী

ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ, গতকাল জয়ের এমন খবর শুনেই যা বলেছিলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচটি বেশ কয়েকটি কারণে স্মরণীয় হয়ে থাকবে। একে তো মাহমুদউল্লাহ রিয়াদ অবিশ্বাস্য জয় উপহার দিয়েছেন বাংলাদেশকে। শেষ তিন বলে ১২ রান, এমনকি ছক্কা মেরে অবিস্মরণীয় এক জয় এন দিয়েছেন তিনি।  এই জয়ের আগামীকাল রোববার ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। বাংলাদেশের জয়ের এমন খবর শুনে টাইগার ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দল আজ কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে। গতকাল জয়ের খবর শুনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায় বলেছিলেন শ্রীলংকাকে হারানোর জন্য জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন।প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে বার্তায় আশা প্রকাশ করেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে