সোমবার, ১৯ মার্চ, ২০১৮, ০১:৩১:১০

বৃথা গেল সাব্বির-মুস্তাফিজের...

বৃথা গেল সাব্বির-মুস্তাফিজের...

স্পোর্টস ডেস্ক : নিদাহাস ট্রফির ফাইনালে যেখানে টপ অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ। সেখানে একাই বাংলাদেশকে টেনেছেন সাব্বির। ৫০ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলে নিজের নামের প্রতি সুবিচার করেছেন। ব্যর্থতার খোলস ছেড়ে যে ম্যাচে সাব্বির বের হলেন।

কিন্তু সেই ম্যাচটিই আরেকটি দুঃখ গাঁথা হয়ে থাকল বাংলাদেশের ক্রিকেটে। আবারও ফাইনালে হারের কষ্ট নিয়ে মাঠ ছাড়ল মুশফিক-সাকিবরা। তাদের কাছ থেকে ছোঁবল মেরে জয়টা ছিনিয়ে নিলেন দিনেশ কার্তিক। বনে গেলেন ভারতের জয়ের নায়ক।

অথচ এই পুরো সিরিজে খরুচে বোলার হিসেবে দেখা মুস্তাফিজের ১৮তম ওভারটা কতই না মিতব্যয়ী ছিলেন। মাত্র ১ রান দিয়েছেন তাও এসেছে লেগ বাই থেকে। এই টুর্নামেন্টে নিঃসন্দেহে এটাই মুস্তাফিজের সেরা ওভার ছিল। তার এমন বোলিংয়ে সুনীল গাভাস্কার তো বলেই ফেললেন 'দ্য ফিজ ইজ ব্যাক'। কিন্তু পরের ওভারে দিনেশ যে তাণ্ডব চালালেন তাতে বৃথা গেল সাব্বির ও মুস্তাফিজের সকল চেষ্টা।

রুবেলকে রীতিমতো ম্যাচে ভিলেন বানিয়ে দিয়ে হিরো হয়ে গেলেন দিনেশ কার্তিক। প্রথম বলেই ছক্কা, পরের বলে চার, তৃতীয় বলেও আবার ছক্কা! ১২ বলে ৩৪ রান থেকে ৯ বলে ১৮ রান দরকার ভারতের। রুবেলের ওভারে এলো ২২ রান। শেষ ওভারে মাত্র ১২ রান লাগবে ভারতের। আর সেটাও শেষ বলেও ছক্কা মেরে তুলে নিলেন দিনেশ। বৃথা গেল সাব্বির-মুস্তাফিজের...

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে