মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮, ১০:০৫:৩১

পদত্যাগের পর বাংলাদেশকে নিয়ে যা বললেন হ্যালসেল!

পদত্যাগের পর বাংলাদেশকে নিয়ে যা বললেন হ্যালসেল!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দল থেকে পদত্যাগ করবেন,করছি। এই দোলাচালের মাঝেই ঝুলেছিলেন বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসেল। তবে এবার ইংল্যান্ড থেকেই বিসিবির কাছে পদত্যাপত্র পাঠালেন তিনি। আর বিসিবি সেটা গ্রহনও করেছে। এমনটিই জানিয়েছে বিসিবি।

পদত্যাগের পর বিসিবিকে ধন্যবাদ জানিয়ে হ্যালসল বলেন, ‘চার বছর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দেয়ার জন্য বিসিবিকে বিশেষ ধন্যবাদ। বেশ কয়েকজন চমৎকার সহকর্মীর সঙ্গে আমি কাজ করেছি। যেটা আমার ক্যারিয়ারকে আরও উন্নত এবং সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখবে।’

তিনি আরো বলেন, ‘আমি আমার পরিবারের সঙ্গে আলোচনায় বলতে পারবো, কীভাবে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বিজয় অর্জন করেছিলাম। বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে আমি আমার এই সময়টা কখনোই ভুলতে পারবো না এবং ভবিষ্যতে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে যাবো।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে