সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮, ০৭:১৪:০৫

দিল্লির একজনকে নিয়েই যত ভয় কলকাতার

দিল্লির একজনকে নিয়েই যত ভয় কলকাতার

স্পোর্টস ডেস্ক: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ১৬ এপ্রিল মুখোমুখি হবে দুই শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ারডেভিলস। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে দল দুটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও চ্যানেল ৯।

আজকের ম্যাচে কলকাতার বড় ভয়ের নাম কলকাতার সাবেক অধিনায়ক বর্তমান দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীর। দীর্ঘ সাত বছর কলকাতার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু এ আসরে তাকে দলে রাখেনি কলকাতা। আজ কলকাতাকে দুই বার শিরোপা জয়ী অধিনায়ক গম্ভীরের মুখোমুখি হবে দলটি।

ছন্দে থাকা দিল্লির বিপক্ষে আজ মাঠে নামবে কলকাতা। কলকাতার ব্যাটিং কোচ সাইমন কাটিচ গম্ভীর প্রসঙ্গে বলেন, ‘গম্ভীর দুর্দান্ত ক্রিকেটার। দীর্ঘদিন নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছে। অধিনায়ক হিসেবে দারুণ সফল। ইডেনের পরিবেশ ওর চেনা। আমাদের দল সম্পর্কেও ওয়াকিবহাল। দলের অধিকাংশ ক্রিকেটার সম্পর্কে জানে। ভাল ফর্মে রয়েছে। আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে। সোমবার কঠিন লড়াই হবে।’

তিনি আরো বলেন, ‘বলের কথা না ভেবে কোনও ক্রিকেটারকে নিয়ে ভাবতে গেলে সমস্যায় পড়তে হবে। তবে হ্যাঁ, গম্ভীরকে নিয়ে আবেগ অবশ্যই রয়েছে। সাফল্যের সঙ্গে দীর্ঘদিন নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছে। ও আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে