শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮, ০৯:০৭:৩০

'সাকিবকে আরো ওপরে ব্যাটিং করানো উচিৎ'

'সাকিবকে আরো ওপরে ব্যাটিং করানো উচিৎ'

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার মোহালিতে এবারের আইপিএলে প্রথম পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদকে। এদিন কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ১৫ রানের ব্যবধানে হারতে হয়েছে তাদের। 

এই ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ক্রিস গেইলের ৬৩ বলে ১০৪ রানের ইনিংসে ভর করে হায়দ্রাবাদের সামনে ১৯৪ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো পাঞ্জাব। 

তবে এই লক্ষ্যে খেলতে নেমে কেন উইলিয়ামসন দারুণ এক হাফসেঞ্চুরি হাঁকিয়ে ১১৩ রানের মাথায় ফিরে গেলেও সাকিব আল হাসানকে সাথে নিয়ে ফিফটি তুলে নেন মনিষ পান্ডেও। একটা সময় এই দুই ব্যাটসম্যানের ব্যাটেই জয়ের স্বপ্ন দেখছিলো হায়দ্রাবাদ। 

বিশেষ করে ৭ নম্বরে নেমে ১২ বলে ২৪ রানের দারুণ একটি ক্যামিও ইনিংস খেলেন টাইগার অলরাউন্ডার সাকিব। যেখানে ছিলো ২টি ছয় এবং ১টি চারের মার। কিন্তু এত প্রচেষ্টার পরও অবশ্য দলকে জয় এনে দিতে পারেননি তিনি।

তবে সাকিব আরো আগে নামতে পারলে হয়তো এই দিনও জয়ের দেখা পেতে পারতো সানরাইজার্স। অন্তত এমনটাই মনে করেন জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএএসপিএন ক্রিকইনফোর সিনিয়র এডিটর গৌরব কালরা।

ম্যাচ শেষে এক আলোচনা অনুষ্ঠানে কালরা বলেছেন,  'আপনি দেখে থাকবেন যে শেষের দিকে একটা আভাস জাগিয়ে তুলেছিলো হায়দ্রাবাদ, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। সাকিবকে আরো ওপরে ব্যাটিং করানো উচিৎ।'

উল্লেখ্য গত ম্যাচে পরাজয়ের পরও ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে  সাকিব আল হাসানের দল হায়দ্রাবাদ। আগামী ২২শে এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে তারা। 
এমটিনিউজ২৪.কম/টিটি/টিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে