শনিবার, ২১ এপ্রিল, ২০১৮, ০১:৩২:১৮

নিলামে ১ম দুইবার গেইলকে কেনো দামই হাঁকায়নি পাঞ্জাব? এবার জানা গেলো এর কারণ

নিলামে ১ম দুইবার গেইলকে কেনো দামই হাঁকায়নি পাঞ্জাব? এবার জানা গেলো এর কারণ

স্পোর্টস ডেস্ক: পরপর ২বার নিলামে উঠেন গেইল। কিন্তু আইপিএলের হতভাগ্য যে এই গেইলকে নিলামে দাম উঠায়নি কোন ফ্রেঞ্চাইজি। তবে ৩য় বার ঠিকেই দাম তুলেছিলো পাঞ্জাব। ৩য় বারের নিলামে গেইলের ভিত্তি মূল্যতেই তাকে কিনে নেয় পাঞ্জাব।

গেইলকে দলে নেয়ার সময় কি এমনটা চিন্তা করেছিলেন? যদি করেই থাকেন তবে প্রথমে কেন তাকে নিলেন না? পাঞ্জাব কোচ বীরেন্দ্রর শেবাগ এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘তার মতো এন্টারটেইনার আর কেউই হবে না। এটা আসলে একটা কৌশল ছিল। কারণ আমাদের আরও খেলোয়াড় কিনতে হয়েছে। প্রথমেই তাকে নিলে আমাদের অনেক বেশি খরচ পড়তো।’

শেবাগের বয়স ৩৯, খেলা ছেড়ে এখন তিনি কোচ। ৩৮ বছর বয়সী গেইলকে কেউ এবার কিনবে না, ধরেই রেখেছিলেন শেবাগ। সেই অপেক্ষাতেই ছিলেন জানিয়ে পাঞ্জাব কোচ বলেন, ‘গত বছর সে পিঠের ব্যথার কারণে অনেকগুলো ম্যাচ মিস করেছে। কোহলিও তাকে একাদশে রাখেনি। আমি আশা করেছিলাম, এবার কেউ তাকে কিনবে না। কারণ তার বয়স আমার সমান। আমি ভেবেছি, যদি আমরা তাকে দলে নেই, তবে মার্কেটিংটা ভালো হবে। সবাই ক্রিস গেইলকে পছন্দ করে। এখন তো সে পাঞ্জাবের বড় সম্পদ।’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে