বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮, ০৭:২১:২০

তাসকিন-মুস্তাফিজ ছাড়া পেসার ক্যাম্পে যোগ দিচ্ছেন সবাই

তাসকিন-মুস্তাফিজ ছাড়া পেসার ক্যাম্পে যোগ দিচ্ছেন সবাই

স্পোর্টস ডেস্ক: নিদহাস ট্রফির আগে শুরু হয়েছিলো বাংলাদেসশ দলের পেসার ক্যাম্প। সেই ক্যাম্প শুরু করেছিলেন বাংলাদেশের বলিং কোচ কোর্টনি ওয়ালশ। প্রায় ২ মাস পরে আবারো শুরু হচ্ছে সেই পেসার ক্যাম্প। এই ক্যাম্পে নেই মোস্তাফিজ এবং তাসকিন। মোস্তাফিজ আইপিএলে এবং তাসকিন ইনজুরিতে।

তবে আবার মে মাস থেকে ওয়ালশে নেতৃত্বে শুরু হচ্ছে ক্যাম্প। তবে এই ক্যাম্প থেকে বেশ আশাবাদী সাবেক ক্রিকেয়ার দুর্জয়। আর এই পেস ক্যাম্প এবং এইচপি দল নিয়ে আলাদা পরিকল্পনা আছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। ক্রিকেটারদের ফিটনেসকে আন্তর্জাতিক মানে পৌঁছে নেওয়ার ইচ্ছা তার।

এই বযাপারে দুর্জয় বলেন ,’ আলাদা পরিকল্পনা তো আছেই। কিছু এরিয়া আছে এগুলোতে জোর দিতে চাই। নিউট্রেসন একটা ফ্যাক্টর। ফিটনেস একটা ফ্যাক্টর। এই লেভেল থেকেই যদি আমরা আন্তর্জাতিক লেভেলের ফিটনেসটাকে পিক করতে পারি। কিংবা ওই লেভেলের খেলোয়াড়দের যেই অ্য্যাটিটিউড বা মেন্টাল স্ট্রেনথ সেটা নিয়েও কাজ করার ইচ্ছা আছে।নিদাহাস ট্রফির আগেই শেষবার পেসারদের নিয়ে ক্যাম্প করেছিলো বাংলাদেশ দল। বোলিং কোচ কোর্টনি ওয়ালশের নেতৃত্বে সেবার একত্রিত হয়েছিল জাতীয় দল ও জাতীয় দলের পাইপলাইনে থাকা পেসাররা।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে