বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮, ০৭:২৪:৪৩

বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে

বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে

স্পোর্টস ডেস্ক: ২০১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। আসন্ন ক্রিকেট বিশ্বকাপের ১৩তম এই আসরের সময় এরই মধ্যে প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী ৩০ মে পর্দা উঠবে এই আসরের। ৩০ মে ওভালে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে ভারত-পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুন, ওল্ড ট্রাফোর্ডে।

তবে এবার জানা গেল বাংলাদেশের প্রথম ম্যাচের সূচি। ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৩০ মে পর্দা উঠে চলবে ১৪জুন পর্যন্ত। এবারের আসরে লড়বে মোট ১০টি দল। এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাউন্ডরবিন লিগ ভিত্তিতে। যা কিনা ১৯৯২ সালের ফরম্যাট। যার ফলে দলগুলো ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

আর সেখান থেকে সেরা চারটি দল খেলবে ফাইনালে। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৯ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ডে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১১ জুলাই, বার্মিংহ্যামে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।

বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো হল- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং স্বাগতিক ইংল্যান্ড।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে