সোমবার, ২১ মে, ২০১৮, ০১:৫৯:২৮

দেশে চলে আসছেন মুস্তাফিজ

দেশে চলে আসছেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: সানরাইজার্সে প্রথম মৌসুমে ভয়ানক কাটার ও স্লোয়ারে বাজিমাত করেছিলেন মুস্তাফিজুর রহমান। জিতেছিলেন শিরোপা। পরের আই্পিএলেই আর নুন্যতম ম্যাচের বেশি খেলা হয়নি এই কাটার মাষ্টারের। তবে এবারের আইপিএলে আবারো ফিরেছিলেন তিনি। মুম্বাইয়ের হয়ে ভালো কিছু করার প্রত্যাশা ছিল তাকে ঘিরে। কিন্তু তিনি করেছেন হতাশ। এখন দেশে চলে আসছেন মুস্তাফিজ।

অনেক সুযোগ পেয়েছিলেন নিজেকে মেলে ধরার জন্য। প্রথমে টানা ৬টি ম্যাচে খেলেছেন তিনি। নায়ক হওয়ার সুযোগ ছিল অন্তত ৩টি ম্যাচে। কিন্তু প্রতিবারই ভীলেন হয়ে গেছেন এই বোলার। এরপর দল থেকে বাদ পড়েন। ফিরেন গুরুত্বপূর্ন শেষ ম্যাচে।

সেখানেও প্রথম ২ ওভারে ১০ রান দিয়ে ভালো শুরু করা মুস্তাফিজ পরের ২ ওভারে দেন ২৪ রান যা প্রতিপক্ষকে বেশি রান করানোর জন্য আশির্বাদ হয়ে যায়। সব মিলিয়ে এবারের আইপিএলটা নিশ্চই মনে রাখতে চাইবেন না এই বোলার।

মুম্বাইয়ের হয়ে খেলা সাতটি ম্যাচে মুস্তাফিজ তুলে নিয়েছেন সাতটি উইকেট। এসময় তিনি মোট ১৬৫টি বল করে রান দিয়েছেন ২৩০ রান। বোলার মুস্তাফিজের ব্যাট হাতে নামতে হয়েছিল ২ টি ম্যাচে। এই ২ ম্যাচে তিনি ১ রান করেছেন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে