সোমবার, ২১ মে, ২০১৮, ০৭:২৯:৪৫

খোঁজ মিলেছে বাংলাদেশী লেগ স্পিনার অথচ খেলে যাচ্ছেন ইংল্যান্ডে!

খোঁজ মিলেছে বাংলাদেশী লেগ স্পিনার অথচ খেলে যাচ্ছেন ইংল্যান্ডে!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগে লেগ স্পিনারদের চাহিদা অনেক বেশি। বলতে গেলে কয়েক বছর যাবত ক্রিকেটের সব ফরম্যাটেই রাজত্ব করে যাচ্ছেন লেগ স্পিনাররা। আন্তর্জাতিক প্রায় সব দলেই দুই তিনজন লেগ স্পিনার রয়েছে। দিন দিন লেগ স্পিনারদের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।

যেখানে এশিয়ার দেশগুলোতে লেগ স্পিনাররা মাতিয়ে চলেছে সেখানে ভিন্ন বাংলাদেশ। পাকিস্তান, আফগানিস্তান, ভারত, শ্রীলংকা সব দলের তুলনায় ভিন্ন বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সেরাটা দিতে পারবে এমন কোনো লেগ স্পিনার এখনো খুঁজে পায়নি বাংলাদেশ।

তবে মাঝে জুবায়ের হোসেন লিখন ও তানভীর হায়দারের মত লেগ স্পিনার এলেও শেষ পর্যন্ত মানিয়ে নিতে না পারায় বাদ পড়েছে তারা। আসন্ন ২০১৯ বিশ্বকাপে সব দল লেগ স্পিনার নিয়ে গেলেও হয়তো কোনো লেগ স্পিনার ছাড়াই যেতে হবে বাংলাদেশকে। ক্রিকেট পাড়ায় এখন আলোচিত বিষয়, বাংলাদেশে লেগ স্পিনারের অভাব।

তবে এবার খোঁজ মিলেছে নতুন এক লেগ স্পিনারের। তানভীর হাসান সোহাগ নামের এই বাংলাদেশী বংশদ্ভুত লেগ স্পিনার নিয়মিত খেলে যাচ্ছেন ইংল্যান্ডের স্থানীয় ক্লাব চিংফোর্ডে। ক্লাবটির হয়ে তিন বছর ধরে খেলে যাওয়া সোহাগ নিজের প্রথম বছর সর্বোচ্চ উইকেট শিকারের কারণে জিতেছেন বানি সুইনফেন ট্রফি। এছাড়াও ক্লাবটির হয়ে ৬২ ম্যাচ খেলে ১২১ উইকেট নেয়া এই স্পিনার গেল বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল ভারতীয় দলের সঙ্গে।

সেখানে নেট বোলার হিসেবে কাজ করেছেন তিনি। তাই বলা যায়, বাংলাদেশি এই স্পিনারকে ইচ্ছে করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশে এনে কাজে লাগাতে পারে। একইসঙ্গে লেগ স্পিনারের অভাব মেটাতে পারে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে