শুক্রবার, ২৫ মে, ২০১৮, ০১:০০:৩৫

আজকের ম্যাচে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা সাকিবদের

আজকের ম্যাচে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা সাকিবদের

স্পোর্টস ডেস্ক: আইপিএল ১১ প্রায় শেষের দিকে চলে আসলেও এখন পর্যন্ত ব্যাটিং নিয়ে যে সমস্যা ছিলো সেটি দূর করতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাটিং লাইন আপে বেশ কিছু প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান থাকলেও সেভাবে বড় স্কোরের দেখা পাচ্ছে না সাকিব আল হাসানদের দলটি। আজকের ম্যাচে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা সাকিবদের।

আর তাই আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলতে নামার আগে হায়দ্রাবাদ শিবিরে দুশ্চিন্তার কারণ হিসেবে দেখা দিয়েছে তাদের ব্যাটিং। তবে একটি বিষয়ে তারা নির্ভার থাকতে পারে যে বোলিংয়ের দিক থেকে তারা যথেষ্টই শক্তিশালী।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও দুর্দান্ত বল করেছিলেন হায়দ্রাবাদের বোলাররা। সন্দ্বীপ শর্মা, সিদ্ধার্থ কউল, রশিদ কউল, ভুবনেশ্বর কুমারদের দারুণ বোলিংয়ে একটা সময় মনে হচ্ছিলো ১৩৯ রান নিয়েও জয়ের দেখা পাবে হায়দ্রাবাদ।

যদিও শেষ পর্যন্ত আর সেটি হয়নি। প্রোটিয়া হার্ডহিটার ফাফ ডু প্লেসিসের ৬৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে ২ উইকেটে জয় পায় চেন্নাই। এরপরেও হায়দ্রাবাদের বোলিং ইউনিট যথেষ্টই প্রশংসা কুড়িয়েছে। কারণ এত স্বল্প রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও যেভাবে বোলিং করেছিলেন রশিদ, সন্দ্বীপ, কউলরা তা আসলেই ছিলো দৃষ্টিনন্দন।

ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও তাই সাকিবদের বোলিং নিয়ে প্রশংসা না করে পারেননি। কলকাতার বিপক্ষে আজকের ম্যাচের আগে এক ভিডিও বার্তায় সাকিবদের নিয়ে তিনি বলেছেন,

'শেষ ম্যাচে হায়দ্রাবাদের জন্য ইতিবাচক দিক ছিলো তাদের বোলিং। তাদের বোলিং ইউনিট দুর্দান্ত করেছে। ভুবনেশ্বর কুমার, যখন সে উইকেট পেয়েছিলো সেসময় দলটিকে ভিন্নরকম দেখাচ্ছিলো। সিদ্ধার্থ কউল গত দুই ম্যাচে ভালো বোলিং করেছে। সন্দ্বীপ শর্মা যদিও কিছুটা খরুচে ছিলো, তবে কার্লোস ব্র্যাথওয়েটের অন্তর্ভুক্তি ভালো হয়েছে। রশিদ খান দারুণ একজন বোলার এবং সাকিব আল হাসান যথেষ্টই কার্যকরী।'

তবে বোলিং ভালো হলেও ব্যাটিং নিয়ে অনেক বেশি উদ্বেগের মধ্যে পড়তে হবে হায়দ্রাবাদকে বলে বিশ্বাস করেন আকাশ চোপড়া। তার মতে বর্তমানে দলটির ব্যাটিং লাইন আপ অনেকাংশে নির্ভরশীল কেন উলিয়ামসন এবং শিখর ধাওয়ানের ওপর। এর থেকে বের হতে না পারলে ভালো করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন,

'তাদের ব্যাটিং লাইন আপে বেশ কয়েকজন কেকেআরের ক্রিকেটার রয়েছে যেমন মনিষ পান্ডে, ইউসুফ পাঠান এবং সাকিব আল হাসান, তবে তাদের ব্যাটিং এখনও তাদের ব্যাটিং কেন উইলিয়ামসন এবং শিখর ধাওয়ানের ওপর বেশি নির্ভরশীল। সুতরাং ব্যাটিং তাদের জন্য একটি উদ্বেগের বিষয়।'
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে