সোমবার, ২৮ মে, ২০১৮, ১১:২৭:১১

ব্রিটিশ কাউন্টিতে আফগান তারকা মুজিব

ব্রিটিশ কাউন্টিতে আফগান তারকা মুজিব

স্পোর্টস ডেস্ক: এবার ব্রিটিশ কাউন্টিতে নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ পেলেন মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা আফগান তারকা মুজিব উর রহমান৷ সব থেকে কম বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ খেলা আফগান স্পিনার মুজিব উর রহমানকে আসন্ন টি-২০ মৌসুমের জন্য দলে নিল হ্যাম্পশায়ার৷

একা মুজিবকেই নয়, টি-২০ ব্লাস্টের জন্য হ্যাম্পশায়ার সই করিয়েছে কিউয়ি ওপেনার কলিন মুনরোকেও৷ মুজিবকে গোটা টি-২০ টুর্নামেন্টে দলে পেলেও মুনরোকে ছেড়ে দিতে হবে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের আগে৷

আন্তর্জাতিক ক্রিকেটমহলে মুজিব পরিচিত হয়ে উঠছেন তাঁর বৈচিত্র্যের জন্যই৷ অফ-ব্রেক ছাড়া লেগ স্পিনটাও করতে পারেন তিনি৷ এপর্যন্ত ১৫টি ওয়ান ডেতে ৩৫টি উইকেট নিয়েছেন ১৭ বছরের আফগান তরুণ৷ ২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তার শিকার ২টি৷ চলতি আইপিএলের ১১ ম্যাচে ২০.৬৪ গড়ে ১৪টি উইকেট দখল করেছেন মুজিব৷ ইকনমি রেট ৬.৯৯৷ স্বাভাবিকভাবেই টি-২০ ক্রিকেটে কদর বাড়ছে তার৷

হ্যাম্পশায়ারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর মুজিব বলেন, ‘ইংল্যান্ডে গিয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের৷ কাউন্টি ক্রিকেটে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি৷ আমার ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ হতে চলেছে৷ আশা করি নিজের পারফরম্যান্স দিয়ে দলকে সাহায্য করতে পারব৷’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে