বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮, ০৯:৫০:৩৬

এইমাত্র শুরু হয়ে গেল রাশিয়া বিশ্বকাপ

এইমাত্র শুরু হয়ে গেল রাশিয়া বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: চার বছরের অধীর অপেক্ষা, রেড স্কয়ারে চলতে থাকা ঘড়িটার কাঁধা ধীরে ধীরে এসে মিশে যাচ্ছে শূণ্যের ঘরে। তার আগে লুঝনিকি স্টেডিয়ামে হয়ে গেলো বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন, এইমাত্র শুরু হয়ে গেল রাশিয়া বিশ্বকাপ। বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠল রাশিয়া ফুটবল বিশ্বকাপ ২০১৮-এর।

রাশিয়ার মোট ১২টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ২১তম আসর। তবে দেশটির ফুটবলের তীর্থভূমি লুঝনিকি স্টেডিয়াম। যেখানেই বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় ক্রীড়াজজ্ঞের।

অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তবে সন্ধ্যা সাড়ে ৭টায় থেকেই শুরু হয়ে যায় অন্যন্য পর্ব। সর্বশেষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উম্মোচিত হয়ে গেলো, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ রাশিয়া বিশ্বকাপের।

উদ্বোধনী উনুষ্ঠানের প্রধান আকর্ষণ হয়ে ছিল রবি উইলিয়ামসের পারফরম্যান্স। তার সঙ্গে নাচে গানে মাতিয়ে রাখেন নৃত্য শিল্পীরা। রবি উইলিয়ামসের পারফরম্যান্সের মাঝেই মাঠে ঢোকেন রাশিয়ার শিল্পী আইদা গারিফুলিনা।

স্টেডিয়ামের বিপুলসংখ্যক দর্শক ছাড়াও পুরো বিশ্ব মেতেছে রবি উইলিয়ামসের সংগীতের তালে তালে। উইল স্মিথ ও নিকি জ্যামের গাওয়া টুর্নামেন্টের অফিশিয়াল থিম সং ‘লিভ ইট আপ’র সঙ্গে ছিল নাচ আর চোখ ধাঁধানো আতশবাজি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে