রবিবার, ১৭ জুন, ২০১৮, ০৬:৪৫:০৪

জ্যোতিষী বাঘ ‘ফেডর’ এর মতে আজ জিতবে যে দল

 জ্যোতিষী বাঘ ‘ফেডর’ এর মতে আজ জিতবে যে দল

স্পোর্টস ডেস্ক: প্রতি বিশ্বকাপেই ফেভারিটের তালিকা করা হলে জার্মানির নাম চলেই আসে। ব্যতিক্রম হয়নি এবারও। তাছাড়া জার্মানি এবার বিশ্বকাপ খেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। আজ ওজিল-ক্রুসরা নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে। মুখোমুখি লড়াইয়ে জার্মানি চেয়ে অনেক পিছিয়ে মেক্সিকো। তবে জায়ান্ট কিলার হিসেবে মেক্সিকোর বেশ সুনাম আছে।

তবে ম্যাচ শুরু আগেই এক জার্মান জ্যোতিষী জার্মানিকে আজকের ম্যাচে বিজয়ী ঘোষণা করলেন। আর সেই জার্মান জোতিষী হলো এক বাঘ। তাঁর নাম ফেডর। এক কথায় এমন ভবিষ্যদ্বানীতে মাচের আগেই লড়াইটা জমিয়ে দিয়েছে জার্মান বাঘ ফেডর। এর আগে ২০১০ সালে জার্মানির অক্টোপাস ‘পল’ অব্যর্থ ভবিষ্যদ্বাণী করে বিশ্বে আলোড়ন ফেলেছিল। আর এবার বাঘ ফেডর।  

যেভাবে ভবিষ্যদ্বানী করে ফেডর
জার্মানির মুয়েনস্টার চিড়িয়াখানার এই বাঘের সামনে দুই দেশের পতাকা ও ফুটবলের ছবি মোড়ানো তিনটি কাচা মাংস ভর্তি বাক্স রাখা হয়। দুই দেশের পতাকার বাক্সটি ম্যাচের দুটি দেশের প্রতিনিধিত্ব করছে। আর বলের ছবি মোড়ানো বাক্সটির অর্থ হলো ড্র। বাঘ `ফেডর` এর সামনে জার্মানি-মেক্সিকো ও বলের ছবিসহ এই তিনটি বাক্স রাখা হলে, সে জার্মানির বাক্সটি বেছে নেয়। মানে আজকের ম্যাচে জিতবে জার্মানি! অন্তত ফেডরের ভবিষ্যদ্বাণী তাই বলছে।

তবে আজ ম্যাচের পরেই বোঝা যাবে ফল কি হবে এবং ফেডর আরেকজন পল হয়ে উঠতে পারবে কিনা। সেই সঙ্গে আপাতত প্রথম রাউন্ডের ম্যাচগুলোর ভবিষ্যদ্বাণী করবে ফেডর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে