বুধবার, ২০ জুন, ২০১৮, ১২:৫১:০৬

এবার বল টেম্পারিংয়ের ঘটনায় শাস্তি পেলেন চান্দিমাল

এবার বল টেম্পারিংয়ের ঘটনায় শাস্তি পেলেন চান্দিমাল

স্পোর্টস ডেস্ক: উইন্ডিজ সফরে শ্রীলঙ্কার বল টেম্পারিং নিয়ে কম জলঘোলা হয়নি। শ্রীলঙ্কা দলের বল টেম্পারিং নিয়ে অভিযোগ থাকলেও সেটার প্রমান দেখাতে পারেনি আইসিসি। যার কারনে এই টেস্টেই নির্ধারিত সময়ের ২ ঘন্টা পর মাঠে নামে শ্রীলঙ্কা।

যার কারনে পেনাল্টি হিসেবে ৫ রান যোগ হয় উইন্ডিজের। ১০.৫০ এর দিকে লঙ্কানরা মাঠে আসলে ওয়েস্ট ইন্ডিজের স্কোরে অতিরিক্ত পাঁচ রান পেনাল্টি হিসেবে যোগ হয়। দুই আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার এই সময় বল পরিবর্তনের নিয়ম অনুযায়ী দুই ব্যাটসম্যান ডেভন স্মিথ ও শাই হোপ বল পছন্দ করার দায়িত্ব দেন। দিনের প্রথম বল করার আগেই লঙ্কানরা মাঠ ছেড়ে বেরিয়ে আসে। তখন গুঞ্জন শোনা যাচ্ছিলো দুই আম্পায়ার বল টেম্পারিংয়ের কারনেই বল পরিবর্তন করতে চেয়েছে। আর বল টেম্পারিংয়ের কোন ভিডিও প্রমান না দেখিয়ে বল পরিবর্তন করায় লঙ্কানরা প্রতিবাদ করেছে। কিন্তু গত রবিবার জানা গেল বল টেম্পারিং করেছে লঙ্কান দল, যার কারণেই বল পরিবর্তন করে আম্পায়াররা। শুধু তাই নয়, আইসিসি সেদিন অভিযুক্ত করেছে লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালকে।

আইসিসির মতে, চান্দিমাল নীতিমালার ২.২.৯ ধারা অনুযায়ী বল টেম্পারিংয়ের সাথে যুক্ত। এজন্য শাস্তি পাচ্ছেন চান্দিমাল। গত রবিবার চান্দিমালকে দোষী ঘোষণা করলেও শাস্তি দেয়নি আইসিসি। এবার জানা গেল এক টেস্টের জন্য নিষিদ্ধ হচ্ছেন লঙ্কান দলের টেস্ট অধিনায়ক। ভিডিওটিতে দেখা যায় প্যাকেট থেকে চকলেট বের করে সেটা চান্দিমাল মুখ না নিয়ে আগে বল লাগান। এরপরে অভিযোগ উঠে তার উপরে। এরপর আজ তাকে ১ ম্যাচ নিষিদ্ধ করা হয়। যার কারনে উইন্ডিজের বিপক্ষে ৩য় ম্যাচ মাঠে নামা হবে না চান্দিমালের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে