বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮, ০৭:৫৫:৪৪

২ বছরের মধ্যেই বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম বাংলাদেশে!

২ বছরের মধ্যেই বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম বাংলাদেশে!

স্পোর্টস ডেস্ক: ২ বছরের মধ্যেই বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম বাংলাদেশে! পূর্বাচলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্টেডিয়ামের তৈরির জমি প্রতীকী মূল্যে পাবার ব্যাপার আশাবাদী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, জমি সংক্রান্ত জটিলতা সমাধানের পথে।

আগামী দুই বছরের মধ্যে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ করে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্ব আসরের যৌথ আয়োজক হতে চায় বাংলাদেশ। ৮শ’ কোটি টাকা ব্যয়ে বিশ্বের অত্যাধুনিক এই স্টেডিয়াম নির্মাণের মহাপরিকল্পনা রয়েছে বিসিবি’র।

পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। এ নিয়ে বড় পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। কিন্তু জমি নিয়ে বেশ জটিলতা ছিল। তবে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, অনেকটাই সমাধানের পথে জমি সংক্রান্ত জটিলতা। পূর্বাচলে প্রতীকী মূল্যে স্টেডিয়াম নির্মাণের প্রায় ৩৭ একর জমি পেলে ৮শ’ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের স্টেডিয়াম তৈরি করবে ক্রিকেট বোর্ড।

বিসিবি সভাপতি বলেন, ‘বিনামূল্যে যদি আমরা পেয়ে যাই…, যেটা পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ এভাবেই ফাইলটা এসেছে। কিছু অগ্রগতি হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয় থেকে সেদিন আমাদের ডেকেছিল। তারা বলেছে, এই জায়গাটা আমাদের নামে ট্রান্সফার করে দেয়ার জন্য তারা প্রধানমন্ত্রীর কাছে পাঠাচ্ছেন। আমার জানা মতে, কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর কাছে একটা সারসংক্ষেপও পাঠানো হয়েছে।’

৬০ হাজার আসনের এই স্টেডিয়াম হবে বিশ্বমানের। থাকবে অত্যাধুনিক একাডেমি, জিম, সুইমিংপুল, ইনডোর ও আউটডোর মাঠ। এছাড়াও অতিথি দলের নিরাপত্তা আর যানজটের ব্যাপারটি মাথায় রেখে পাঁচতারা হোটেল’ও করবে বিসিবি।

‘একটা একাডেমি করবো যেখানে সারা বাংলাদেশ থেকে ছেলে-মেয়েরা এসে এখানে প্রাকটিস করতে পারে। পঞ্চাশ থেকে ষাট হাজার দর্শক ধারণক্ষমতার একটা অত্যাধুনিক স্টেডিয়াম করবো যেখানে সব সুযোগ সুবিধা থাকবে। সাধারণ বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোতে গেলে যেমনটা দেখা যায় তেমনটা থাকবে।’ বলছিলেন নাজমুল হাসান পাপন।

বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের চমকপ্রদ খবর দিলেন বিসিবি বস। স্টেডিয়াম নির্মাণ হলে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্ব আসরের যৌথ দেশ হবার চেষ্টা করবে বাংলাদেশ।

বিসিবি সভাপতি বলেন, ‘আমরা চাচ্ছি, ২০২১ সালের বিশ্বকাপটা ধরার জন্য। তখন যদি কোনো সুযোগ থাকে তাহলে কিছু খেলা আমাদের এখানে আনা যায় কিনা।’

আইসিসি অনুমোদিত ২০২১ টি-টোয়েন্টি বিশ্ব আসরের একক আয়োজক ভারত। তাই বিসিসিআই আন্তরিক হলেই ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্ব আসরের যৌথ আয়োজক হতে পারবে বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে