শনিবার, ২৩ জুন, ২০১৮, ০২:৫৬:০৩

‘নেইমারের নাটকের’ দিনে ব্রাজিলের নায়ক কুটিনহো

‘নেইমারের নাটকের’ দিনে ব্রাজিলের নায়ক কুটিনহো

স্পোর্টস ডেস্ক: নেইমারের আলোতে ঢাকা পড়ে থাকা এক ব্রাজিলীয় ফুটবল প্রতিভা হলেন ফিলিপ কুটিনহো৷ নিঃসন্দেহে এই শতাব্দীর অন্যতম সেরা প্লেয়ার নেইমার৷ ফর্মে থাকা এই ব্রাজিলীয় ফরোয়ার্ড একাই ম্যাচের গতি-পরিবর্তনের ক্ষমতা রাখেন৷ কিন্তু চোটের কারণে শেষ কয়েকমাস ফুটবলে অনিয়মিত থেকেছেন নেইমার৷ অন্যদিকে কুটিনহো যথেষ্ট ধারাবাহিক৷ ‘নেইমারের নাটকের’ দিনে ব্রাজিলের নায়ক কুটিনহো।

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি এসেছে কুটিনহোর পা থেকে৷ বার্সেলোনার মিডফিল্ডারের দৌলতেই প্রথম ম্যাচে সুইসদের কাছ থেকে লজ্জার হার এড়িয়েছিল ব্রাজিল৷ ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ব্রাজিলের হয়ে গোলমুখ খোলেন কুটিনহো৷ ম্যাচের ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের শুরুতেই রাশিয়া বিশ্বকাপে নিজের দু’নম্বর গোলটি করেন ব্রাজিলীয় মিডফিল্ডার৷ মার্সেলোর ক্রস থেকে বল পান ফিরিমিনোর ,তাঁর কাছ থেকে জেসুস। ম্যাঞ্চেস্টার সিটির ফরোয়ার্ডের বাড়িয়ে দেওয়া বল শৈল্পিক নৈপুণ্যে বিপক্ষের জালে ঠেলে দেন কুটিনহো৷

গোল করা ছাড়াও পুরো ম্যাচ জুড়েই অনবদ্য খেলেছেন কুটিনহো৷ ‘নেইমারের নাটক’-এর দিনে বারবার চোখ পড়ছিল কুটিনহোর খেলা৷ স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কারও উঠেছে কুটিনহোর ঝুলিতে৷ তবে নিজের গোল নয়, দলের জয়কে গুরুত্ব দিয়ে ব্রাজিলীয় মিডফিল্ডার জানান, ‘জয়টা ব্রাজিলের প্রাপ্য৷ আমি গোল করতে পেরেছি৷ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দলের জয়৷ আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম, ম্যাচটা ঠিক ততটাই শক্ত ছিল৷ আমরা প্রথম মিনিট থেকে জয়ের লক্ষ্য নিয়ে খেলছিলাম৷ ম্যাচের শেষ পর্যন্ত আমরা ধৈর্য ধরেছি এবং গোল দুটি ছিল তার পুরস্কার৷’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে